v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-17 09:51:07    
তিব্বতের ভ্রমণ ১৩---লিনজি সাক্ষাত্কার নেয়ার পর পুনরায় লাসায় ফিরে আসা

cri

সাক্ষাত্কার শেষে আমরা গাড়িতে উঠে বাসোংছুও হ্রদে যাই । যাওয়ার পথে আমরা একটি সাইকেল দল সাক্ষাত্ পাই । তারা প্রধানত বিশ্ববিদ্যালয়ের ছাত্র । গ্রীষ্মকালের ছুটিতে পেইচিং অলিম্পিক গেমস-২০০৮ উদ্বোধনী অনুষ্ঠানের আগে , চীনের প্রাকৃতিক পরিবেশ উন্নত করার জন্য লোকজনের তিব্বতের পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দেয়া এবং তিব্বতের প্রাথমিক স্কুলের প্রশিক্ষণে অংশ নেয়ার উদ্দেশ্যে তারা শানসি প্রদেশ থেকে সাইকেল চালিয়ে তিব্বতের বিভিন্ন জেলায় বেড়াতে এসেছে ।

    তারা সবই বন্য উট সাইকেল ক্লাবের সদস্য । এবার হচ্ছে তাদের ক্লাবের চতুর্থ বার তিব্বতে আসা । প্রতি বছর তাদের রোডম্যাপ একই নয় । এবার তাদের গন্তব্যস্থল হল লাসা । জুলাই মাসের মধ্যকালে তারা সাইকেল চড়ে শানসি প্রদেশের তাথোং শহর থেকে রওয়ানা হয়ে তিব্বত এসেছে । তাদের সদস্য সংখ্যা প্রায় ১৫ জন । শুধু একজন ছাত্রী আছে । প্রতিদিন তারা প্রায় ১০০ কিলোমিটার পথ চলে । পরিবেশ সংরক্ষণ হচ্ছে আমাদের লিনজি আসার প্রধান উদ্দেশ্য । তাদের সঙ্গে যোগাযোগের পর আমরা তাদের পরিবেশ সংরক্ষণের ওপর সাক্ষাত্কার নেই । তারা পরিবেশ সংরক্ষণের জন্য একটি ১০ হাজার লোকের নাম স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করে , আমরাও তাদের অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেদের নাম স্বাক্ষর করি । সাক্ষাত্কার শেষ হয় দুপুর ১টায় । কিন্তু আমরা লাসা থেকে আরো ৩৫০ কিলোমিটার দূরে থাকি । ড্রাইভার বাসাং ভাই সবাইকে তাড়াতাড়ি যাওয়ার আহ্বান জানান । আমরা ছাত্রদের কাছ থেকে বিদায় নিয়ে লাসার পথে চলি । বাসোংছুও হ্রদ হচ্ছে ফিরে যাওয়ার পথে একটি সুন্দর পর্যটন স্থান । সেখানকার পানি খুবই পরিস্কার এবং স্থানীয় অঞ্চলের বিদ্যুত্ সরবরাহ থাকার কারণে হ্রদের কাছে কয়েকটি জল-বিদ্যুত্ স্টেশন নির্মাণ করা হচ্ছে । আমরা তাড়াতাড়ি বাসোংছুও গিয়ে কয়েকটি ছবি তুলার পর পুনরায় লাসা যাওয়ার পথে চলি ।

    সকালে ও বিকেলের সাক্ষাত্কার নিতে অতি বেশি সময় লাগার কারণে আমাদের লাসা ফিরে যাওয়ার সময়র্য় খুব জরুরী হয়ে উঠে । ড্রাইভার বলেন, আপনারা কেউ ঘুমতে পারবেন না । আমারও একটু ক্লান্ত লাগে, যদি কেউ ঘুমান ,তাহলে আমিও সহজভাবে ক্লান্ত হয়ে যাবো ,আমাদের সবার জীবনে তখন খুবই বিপদ হবে । তাঁর কথা শুনে সবাই ঘুমাই নি । অব্যাহতভাবে সংগীত শোনার মাধ্যমে নিজেদের অবস্থার সমন্বয় করি । শরীরের চামড়ার এলার্জির কোনো উন্নতিহয় নি । রাতে ১০টায় অবশেষে লাসায় ফিরে আসি । কালকে সময় পেলে হাসপাতাল যাবো । আজকের কথা এখানে শেষ হলো ।


1 2