v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-17 09:51:07    
তিব্বতের ভ্রমণ ১৩---লিনজি সাক্ষাত্কার নেয়ার পর পুনরায় লাসায় ফিরে আসা

cri

    ২৫ আগস্ট শরীরের অসুস্থতা আরো বেড়ে যায় । সকালে জেগে উঠার পর শরীরের চামড়ায় এলার্জি আরো বেশি হয় । কালকে রাতে হোটেল ফিরে আসার পর চামড়ার অসুস্থতা শুরু হয়, জানি না কেন এই গুরুতর এলার্জি হচ্ছে । আজকে লাসা ফিরে আসার কারণে হাসপাতাল গিয়ে ডাক্তার দেখানোর সময় নেই । সকালে লিনজি জেলায় রওয়ানা হয়ে প্রথম সাক্ষাত্কারের জায়গায় যাই ।

লিনজি অঞ্চলের পরিবেশ সংরক্ষণ করার কারণে স্থানীয় সরকার পরীক্ষামূলকভাবে পুঁজি বিনিয়োগ করে গ্রামাঞ্চলের কৃষকদের বাসায় জলাভূমির গ্যাসের গর্ত নির্মাণ করেছে । এভাবে কৃষকরা সবসময় বনে প্রবেশ করে কাঠ কাটানোর দারকার নেই এবং বনের গাছগুলোও ভালভাবে সংরক্ষণ করা হয় । স্থানীয় কৃষকদের জলাভূমির গ্যাস গর্ত ব্যবহারের তথ্য জানার জন্য আমরা একটি পরীক্ষামূলক গ্রামে সাক্ষাত্কার নেই । গ্রামের পরিচালক ছিয়াও চুওমা একজন নারী নেতা, আমরা প্রথমে তাঁর বাসায় গিয়ে জলাভূমির গ্যাসের ব্যবহারের কথা জিজ্ঞেস করি ।

    জলাভূমির গ্যাসের প্রধান উত্স্য গরু এবং শুকুরের বিষ্ঠা এবং নানা ধরনের শুষ্ক খড়কুটা । তিনি বলেন, গত বছর তাদের গ্রাম জলাভূমির গ্যাস ব্যবহার করতে শুরু করে । কাঠ জ্বালানোর চেয়ে জলাভূমির গ্যাস আরো পরিস্কার এবং তাদের প্রতিদিন বনে গিয়ে কাঠ কাটার সময়ও সঞ্চয় হয় । ছিয়াও চুওমান-এর বাসা থেকে আমরা অন্য একজন দাদীর পরিবারে যাই । ৬০ বছর বয়স্ক চুওমালামু মনে করেন, জলাভূমির গ্যাস ব্যবহার করার পর তাঁর পরিবারের পরিবেশ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে । কাঠ জ্বালানোর সময় অনেক কষ্ট আছে, জলাভুমির গ্যাস জ্বালানোর সময় কোনো কষ্ট নেই এবং খুব সুবিধাজনক । গরু এবং শুকুরের বিষ্ঠা এখন জলাভূমির গ্যাস তৈরীর প্রধান কাঁচামালে পরিণত হয়েছে , তা এখন পরিবারের আবর্জনা নয় ।


1 2