v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-12 20:26:34    
ভালবাসা থাকলে সাফল্য অর্জন করা যায়

cri

   মাদাম ইয়ে সুয়াং একজন শিক্ষক । তিনি চেচিয়াং প্রদেশের ছুচৌ শহরের ২ নম্বর উচ্চ মাধ্যমিক স্কুলে রাজনীতি বিষয়ে পড়ান । পড়ানোর ব্যাপারে অভিজ্ঞ এবং নাচগানে পারদর্শী বলে ছাত্রছাত্রীরা তাকে খুব ভালবাসে। কিছু কিছু ছাত্র তাকে সুয়াং আপা ডাকে আবার কেউ কেউ ডাকে সুয়াং আম্মা । স্নাতক হওয়ার আগে ছাত্ররা ইয়ে সুয়াংয়ের কাছে একটি চিঠি পাঠাল । তারা বলে , শিক্ষক ইয়ে গতিশীল এবং দায়িত্ববান। শিক্ষক ইয়ে অদ্বিতীয় । রাজনীতি বিষয়ক শিক্ষক হিসেবে ইয়ে সুয়াং ছাত্রদের কাছ থেকে যে প্রশংসা পান, তা সাফল্যের এক অনন্য প্রতীক ।

   চরিত্র ভাগ্য নির্ধারণ করে । একজনের চরিত্র তার কর্মের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত । সৌভাগ্য যে, আমি চরিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ কাজে নিয়োজিত ।

    আমি আমার নিজের স্কুলে শিক্ষকতা করছি । নিম্ন মাধ্যমিক স্কুল থেকে উচ্চ মাধ্যমিক স্কুল পর্যন্ত এই স্কুলে আমি ৬ বছর ধরে পড়াশুনা করেছি । স্নাতক হওয়ার পর থেকে এ পর্যন্ত আমি ১৬ বছর ধরে এ স্কুলে শিক্ষকতা করছি ।আর আমি এই স্কুলের সঙ্গে জড়িত আছি মোট বাইশ-তেইশ বছর ধরে । স্কুল এবং ছাত্রছাত্রীদেরকে আমার সব ভালবাসা দান করেছি । আমার স্কুলের অতি টান আর সত্গুণের কারণে ছাত্রছাত্রীরা এমনকি ক্লাসের সবচেয়ে দুষ্ট ছেলেটাও আমাকে পছন্দ করে এবং আমার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। তারা মনে করে, আমি তাদেরকে বুঝতে পারি, আমি তাদের মনের বন্ধু ।

    আমার প্রত্যেক ছাত্রছাত্রীর আছে "পাক্ষিক"নামে একটা খাতা । তাদের চিন্তাভাবনা বা মতামত সবই খাতায় লিখতে পারে । পনেরো দিন পরপর খাতাগুলো আমার হাতে জমা দেয়া হয় । তারা কি ভাবছে ,তাদের কি দুঃখ বা অসুবিধা আছে খাতাগুলো দেখে আমি সময়মতো জানতে পারি। ছাত্রছাত্রীরা খাতাটির নাম দিয়েছে মন বিনিময় খাতা । তারা জানে , দুঃখকষ্ট ,সুবিধা-অসুবিধার যে কোনো কথা তারা শিক্ষক ইয়েকে বলতে পারে । শিক্ষক ইয়ে তাদেরকে জানাবেন , কি ভাবে সমস্যা সমাধান করা যায় এবং কোনটি ঠিক উপায় ।

   একজন ছাত্র একটা চিঠিতে লিখেছিল যে , তিন বছরের উচ্চ মাধ্যমিক স্কুল জীবনে যেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান , সেটা বিখ্যাত ও ভাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নয় । তা হল, আপনার শিক্ষা অনুযায়ী সত এবং আন্তরিক হৃদয় দিয়ে সাহায্য দরকার এমন প্রতিটি মানুষকে সাহায্য করতে হবে । অসুবিধা কাটিয়ে ওঠার জন্য আস্থা গড়ে তুলতে হবে এবং সাহসের সঙ্গে মোকাবেলা করতে হবে ।

1 2