v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-11 21:07:28    
শানতং প্রদেশের আবর্তনশীল অর্থনীতির উন্নয়ন

cri

    চীনের একটি বৃহত্ প্রদেশ হলো শানতুং। এটি পূর্ব চীনে অবস্থিত দীর্ঘকাল ধরে শানতং প্রদেশের অর্থনৈতিক কাঠামোয় প্রধান ভিত্তি হলো শিল্প। সেজন্যে শানতং চীনের সর্বাধিক জ্বালানী সম্পদ ব্যবহারকারী প্রদেশ। গত কয়েক বছর ধরে শানতুং জ্বালানী সম্পদ সাশ্রয় ও নিঃসরণ কমানোর জন্য আবর্তনশীল বা রিসাইকেল পদ্ধতি প্রয়োগ করে অর্থনৈতিক উন্নয়নের ধারা বজায় রেখেছে। এর ফলে প্রচুর সামাজিক ও অর্থনৈতিক লাভ হয়েছে। এবারের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে ৯ কোটি মানুষ অধ্যুষিত শানতং প্রদেশে আবর্তনশীল পদ্ধতিতে অর্থনীতি উন্নয়নের প্রক্রিয়া সম্পর্কে কিছু কথা বলবো।

    ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত চিনান ইস্পাত কোম্পানি হল শানতং প্রদেশের বৃহত্তম শিল্প-প্রতিষ্ঠান। এ কোম্পানি প্রতি বছরে ১ কোটি টনেরও বেশি ইস্পাত উত্পাদন করে। আগে, এ কোম্পানি ইস্পাত উত্পাদন থেকে সৃষ্টি বিশাক্ত গ্যাস ও পানি ছিল কোম্পানি ও চিনান শহরের জন্য এক বিশাল সমস্যা। এখন সেই চিনান ইস্পাত কোম্পানিতে আপনি শুধু সবুজ পাহাড় ও নির্মল পানি দেখতে পাবেন।

    চিনান ইস্পাত কোম্পানির কারখানার দক্ষিণ দিকে পাও পাহাড় অবস্থিত। আগে পাও পাহাড়ে কোনো গাছ বা ঘাস ছিল না। চিনান ইস্পাত কোম্পানি স্থানীয় সরকারের সঙ্গে চুক্তি করে নিজেরাই পাও পাহাড় সবুজায়নের দায়িত্ব নেয়। দশ বছর ধরে কোম্পানির কর্মীরা বাধ্যতামূলকভাবে এই সবুজায়নে অংশ নেয়া ছাড়াও আবর্তন পদ্ধতিতে বিষাক্ত পানি বিশুদ্ধ করে নিজেদেরই কাটা খাল দিয়ে সেই পানি কৃত্রিম হ্রদে ফেলে। এ হ্রদে বিভিন্ন মিঠা পানির মাছ চাষ করা হয়। চিনান ইস্পাত কোম্পানি বিশ্বে প্রথম বিশাক্ত গ্যাস থেকে আবর্তন প্রক্রিয়ায় বিদ্যুত্ উত্পাদনের পদ্ধতি উদ্ভাবন করেছে এবং স্থাপনা নির্মাণ করেছে। চিনান ইস্পাত কোম্পানির জ্বালানী সম্পদ পরিচালনা কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা স্যু থাও বলেছেন, এ স্থাপনা সফলভাবে ইস্পাত উত্পাদন প্রক্রিয়ায় সৃষ্ট বিষাক্ত গ্যাস ব্যবহার করছে। এটি হল বিশ্বের প্রথম আবর্তনশীল বিদ্যুত্ উত্পাদন ব্যবস্থা। তিনি আরো বলেন, 'আগে আমরা বিষাক্ত গ্যাস নিঃসরণ করছিলাম। এর ফলে জ্বালানী সম্পদ আপচয় ছাড়াও পরিবেশ দূষিত হচ্ছিল। আমরা এ পদ্ধতি উদ্ভাবনের পর প্রতি বছর অর্থনৈতিক ও পরিবেশ সুরক্ষার দিক দিয়ে বড় ধরনের লাভ হচ্ছে। আমরা মোট ১৩টি বিদ্যুত্ উত্পাদন যন্ত্র তৈরী করেছি। যন্ত্রগুলোর সাহায্যে উত্পাদিত বিদ্যুতের মোট পরিমাণ হল ৫৪১ মেগাওয়াট। এ স্থাপনার বেশির ভাগ সামগ্রী চীনে তৈরী এবং অত্যাধুনিক। এই স্থাপনার ক্ষমতা অন্য যে কোন তাপ বিদ্যুত্ কারখানার চেয়ে অনেক বেশি।'

    জানা গেছে, বর্তমানে এ স্থাপনা প্রতি দিন প্রায় ৮০ লাখ কিলোওয়ার্ট ঘন্টা বিদ্যুত্ উত্পাদন করতে সক্ষম। যা চিনান ইস্পাত কোম্পানির মোট ব্যবহৃত বিদ্যুতের শতকরা ৬০ ভাগ। ১০ বছর আগের চেয়ে বর্তমানে চিনান ইস্পাত কোম্পানির প্রতি বছর উত্পাদনের পরিমাণ ৫.৬ গুণ বেড়েছে এবং ২.২ বিলিয়ন রেনমিনপি বেশি লাভ করে।

    আবর্তনশীল প্রক্রিয়ায় মাধ্যমে শুধু যে বৃহত্ শিল্প-প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক কাঠামো পুর্ণাংগ হয়েছে বা পরিবেশ দুষণ রোধ করা গেছে তা নয়, বরং অন্যান্য শিল্প-প্রতিষ্ঠানগুলোও এতে লাভবান হয়েছে। শানতং প্রদেশের রাজধানী চিনান হচ্ছে চীনের ভারী যানবাহন তৈরির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। ১৯৯৮ সালে চিনান কোম্পানি ফুছিয়াং চালিকা শক্তি কোম্পানি প্রতিষ্ঠা করেছে। ফুছিয়াং নষ্ট হয়ে যাওয়া ইন্ঞ্জিন কিনে সংস্কার করে বিক্রি করে। এসব সংস্কার করা ইন্ঞ্জিনের গুনগতমান নতুন ইন্ঞ্জিনের মতই ভাল, কিন্তু দাম নতুনের অর্ধেক।

1 2