v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-09 21:04:17    
শে জাতি ও তাদের লোক সংগীত

cri

    গত কয়েক দশকে পাইলুখাং গ্রাম ও শে জাতির অন্যান্য থানায় লোক সংগীতানুষ্ঠান বন্ধ হয়েছিল । জাতির ঐতিহ্যবাহী লোক সংগীতের বইপুস্তকও পাওয়া যেতো না । এতে চুং ছাং রাও খুব চিন্তিত হয়ে পড়েন । পূর্বপুরুষদের রেখে যাওয়া সাংস্কৃতিক উত্তরাধিকার ধীরে ধীরে বিলুপ্ত হওয়ার জন্য তিনি খুব মর্মাহত হন । তখন তিনি দ্ব্যর্থহীনভাবে একটি সিদ্ধান্ত নিলেন যে , তিনি নিজের খরচে শে জাতির লোক সংগীত সংগ্রহের চেষ্টা করবেন । তিনি সংবাদদাতাকে বলেন ,

    গত ৫ বছর ধরে তিনি শে জাতির লোক সংগীত সংগ্রহের জন্য ৫টি জেলার ৭১টি গ্রাম ঘুরে বেড়িয়েছেন । গানগুলি লিখে নেয়ার জন্য তার কয়েক শো কলম ব্যবহার করতে হয়েছে এবং গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোর জন্য তার অন্তত৫ জোড়া জুতা নষ্ট হয়েছে । অনুমান করা হচ্ছে , শে জাতির যাবতীয় সংগীত সংগ্রহের জন্য ৮ লাখেরও বেশি শব্দের প্রয়োজন । এক দিন চুং ছাং রাও শুনেছেন , পাইলুখাং গ্রামের অনেক দূরে অবস্থিত ইয়াংপিয়ান গ্রামে শে জাতির এক জনের সংগ্রহে বাড়িতে বহু সংগীত পুস্তক রয়েছে । কথাটা শুনে তিনি তাড়াতাড়ি এই গ্রামে যান । তিনি গৃহকর্তার কাছে সংগৃহিত সংগীত পুস্তকগুলো চান । কিন্তু গৃহকর্তা তার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন । তার সততা ও আন্তরিকতার জন্য গৃহকর্তা অবশেষে রাজী হন । গৃহকর্তা তাকে তার বাড়িতে সংগীত পুস্তক থেকে হাতে লিখে নিতে দিয়েছেন ।

    ঐ দিন রাত চু ছাং রাও ঘুমান নি । তিনি একটানা ৩ শো'রও বেশি সংগীত হাতে লিখে নিয়েছেন । এতে গৃহকর্তা মুগ্ধ হন । পরের দিন হাতে লিখে নেয়ার জন্য চল্লিশ-পঞ্চাশটি সংগীত পুস্তক বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তিনি চুং ছাং রাওকে অনুমতি দেন । ঐ গ্রাম থেকে চুং ছাং রাও মোট এক হাজারেরও বেশি সংগীত সংগ্রহ করেছেন । পরে অধিক থেকে অধিকতর গ্রামবাসী তার সংগীত সংগ্রহের কথা জেনে যান । অনেকে তার কাছে সংগীত পুস্তক পাঠান । সংগীত সংগ্রহের ক্ষেত্রে তার স্ত্রী লেই ওয়েন ইয়্যু তাকে ব্যাপক সহায়তা করেছেন ।

    বৃদ্ধ চুং ছাং রাও পাঁচ ছয় বছর ধরে সংগীত সংগ্রহ করেছেন । তিনি নিজের স্বামীর এই কাজে খুব সাহায্য করেন । তিনি নিজেও গান গাইতে পছন্দ করেন । যখন বৃদ্ধ চুং সংগীত সংগ্রহ করে বাড়িতে ফিরে আসতেন , তখন তিনি তাকে খুব সাহায্য করেন । শে জাতির সংস্কৃতি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বামীর কাজে যথেষ্ট সাহায্য করেন । তার পরবর্তী কয়েক বছরে চুং ছাং রাও প্রেমের গান ও কাহিনীভিত্তিক সংগীতসহ শে জাতির রকমারি সংগীত সংগ্রহ করেছেন । শে জাতির সংগীতের প্রতি তার অশেষ আনুগত্য ও স্নেহের জন্য চুং ছাং রাও গ্রামবাসীদের ভালবাসা ও শ্রদ্ধাকে জয় করেছেন । সবাই তাকে সংগীতের রাজা বলে ডাকেন । গ্রামবাসী লেই আ লুং সংবাদদাতাকে বলেন, পাইলুখাং গ্রামে যে সব অল্পবয়সী লোক শে জাতির গান গাইতে পারে না ও এ জাতির ভাষা বলতে পারে না, তাদের এ সব জ্ঞান শেখানো হয়েছে । তারা এখন শে জাতির সংস্কৃতি ও বৈশিষ্ট্য বুঝতে পেরেছে । শে জাতির মৌখিক ভাষা আছে , কিন্তু লিখিত ভাষা নেই । সুতরাং শে জাতির ইতিহাস ও সংস্কৃতি উত্তরাধিকার সূত্রে গ্রহণের জন্য শে জাতির লোক সংগীতের ওপর নির্ভর করতে হবে ।

    এখন স্থানীয় সরকারের উদ্যোগে শে জাতির সংস্কৃতি বাঁচানো বিষয়ক কার্যালয় প্রতিষ্ঠিত হয়েছে । স্থানীয় সরকার ও জনসাধারণ শে জাতির লোক সংগীতের সংগ্রহ ও সংরক্ষার ওপর খিব গুরুত্ব দিচ্ছে ।


1 2