আমরা বাজারের একজন চীনা নারী ব্যবসায়ীর সাক্ষাত্কার নেয়ার সময় তাঁর ভারতের একজন সহযোগিতামূলক অংশীদার আসে । আমাদের দলের মধ্যে একজন হিন্দি বিভাগের কর্মী থাকার কারণে তাদের ব্যবসার অনুবাদকের কাজ করে । ফলে ভারতের ব্যবসায়ী কয়েকটি চীনা শিশুর কাপড় কিনেছেন এবং আমাদের সাক্ষাত্কার দেন । ভারতের ব্যবসায়ীরা চীনা ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করতে ইচ্ছুক। কিন্তু ভারত সরকারের নীতি অনুযায়ী প্রত্যেক বার তারা শুধু অল্প পরিমাণের চীনা পণ্যদ্রব্য কিনতে পারে । তারা আশা করে, ৪৪ বছরের পর নাথুলা সীমান্ত বাজার পুনরায় খোলার পর দু'দেশের বাণিজ্যিক আদান-প্রদান আরো সুবিধা হচ্ছে । চীনের চেচিয়াং প্রদেশ থেকে আসা ৬৬ বছর বয়স্ক নারী হো সিউ ফুকে সাক্ষাত্ নেয়ার সময় তিনি বলেন, গত বছর নাথুলা সীমান্ত বাজার পুনরায় খোলার পর তিনি তাঁর স্বামীর সঙ্গে চেচিয়াং প্রদেশ থেকে ইয়াতুং জেলায় এসে সীমান্ত বাজারে ব্যবসা করতে শুরু করেন । চীনের অন্যান্য প্রদেশে তাঁদের পোশাকের দোকানও রয়েছে । আসলে সীমান্ত বাজারের আয় খুব বেশি নয় ,কিন্তু তাঁরা এ বাজারের ভবিষ্যত উন্নয়নের জন্য খুবই আশাবাদী । তাঁরা বিশ্বাস করেন, দু'দেশের মিলিত প্রচেষ্টায় সীমান্ত বাজারের বাণিজ্যিক মূল্য অবশ্যই অনেক বৃদ্ধি পাবে । যদিও এখন একটু কষ্ট হয়, কিন্তু ভবিষ্যত খুবই উজ্জ্বল ।

বাজারে চীনা ব্যবসায়ীদের দোকান ভারতের ব্যবসায়ীদের চেয়ে একটু বেশি । চীনা পোশাক ও বিছানা অত্যাবশকে পণ্যসহ বিভিন্ন পণ্যদ্রব্য ভারতের ব্যবসায়ীদের জনপ্রিয় জিনিস এবং ভারতের সিগারেট, পশমী পণ্যদ্রব্য ও চাউলসহ বিভিন্ন পণ্যদ্রব্য চীনা ব্যবসায়ীদের জনপ্রিয় জিনিস । সাক্ষাত্কার নেয়ার পর আমরা ভারতের ব্যবসায়ীদের দোকানে ভারতের সিগারেট , পশমী চাদর ও মিষ্টি কিনেছি । ভারতের ব্যবসায়ীদের সঙ্গে কথাবার্তার সময় তারা আশা করে, চীনের পথের অবস্থা আরো ভালো হবে ,পরিবহন ব্যবস্থা উন্নত হওয়ার পর দু'দেশের বাণিজ্য উন্নয়নের জন্য অনেক সহায়ক । বিকেলে নাথুলা পাহাড় থেকে নেমে যাওয়ার পর আমরা ইয়াতুং জেলার একটি তিব্বতী ঔষধের দোকানে গিয়ে তিব্বতের বৈশিষ্ট্যসম্পন্ন ঔষধ কিনতে চাই । দোকানের মালিকের সঙ্গে কথাবার্তার মাধ্যমে জেনেছি যে, ২০ বছর আগে তিনি সাইকেল চালিয়ে সিগাজে থেকে ইয়াতুং এসেছেন । এবং তখন থেকে নিজের প্রচেষ্টার মাধ্যমে ইয়াতুং অঞ্চলে তিব্বতের বৈশিষ্ট্যসম্পন্ন মাশরুম ,ছত্রাক ও ঔষধ বিক্রি করেন এবং নিজের ঔষধ কারখানা নির্মাণ করেন । তাঁর গল্প শোনার পর অনেক মজা লাগে, তারপর আমরা তাঁর সাক্ষাত্কার নেই । আকস্মিকভাবে ভালো সাক্ষাত্কার সুযোগ এসে যায় । এভাবেই কালকে ইয়াতুং থেকে লাসা ফিরে যাবো। আজকের সাক্ষাত্কার আর ভ্রমণ এখানেই শেষ ।

1 2
|