v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-12 21:10:00    
চীনের নিংসিয়া অনাবৃষ্টি এলাকায় উচ্চফলনশীল পানি সাশ্রয়ী কৃষি উন্নয়ন করা হচ্ছে

cri

    আমাদের সংবাদদাতা থোংসিন জেলায় সাক্ষাত্কার নেয়ার সময় দেখেছেন, অনেক গ্রামবাসীরা ভ্রাম্যমাণ পানি সেচের যন্ত্র ব্যবহার করে ফসলের ক্ষেত্রে পানি দিচ্ছেন। সংবাদদাতা লুও চোংলোং নামে একজন গ্রামবাসীকে জিজ্ঞেস করেন,

    আপনি কি এ ধরণের যন্ত্র ব্যবহার করতে পারেন? আপনি জানেন, এ যন্ত্রের নাম কি?

    লুও চোংলোং বলেছেন, অবশ্যই ব্যবহার করতে জানি। কিন্তু তার নাম কি আমি ঠিক বলতে পারবো না।

    সংবাদাদাতা বলেন, আপনি জানেন, এ যন্ত্র দিয়ে জলসেচ করার সুবিধা কী?

    লুও চোংলোং বলেন, যেমন, তরমুজের চাষ করার পর তার শিকড়ে পানির অভাব হলে আমি এই যন্ত্র দিয়ে জমিতে সেচ দিতে পারি। এভাবে পানি ধাপে ধাপে শিকড়ে প্রবেশ করতে পারে এবং তরমুজও ভালোভাবে বড় হবে।

    সংবাদাতা আরো জিজ্ঞাসা করেছেন, এভাবে জলসেচ করলে পানির অপচয় হয় না?

    লুও চোংলোং উত্তরে বলেছেন, না, মোটেই না। কারণ পানি জমির ভিতরে ধাপে ধাপে প্রবেশ করে তরমুজের শিকড় পর্যন্ত পৌঁছাতে পারে। তাই পানির কোন অপচয় হয় না।

    আসলে থোংসিন জেলা ছাড়া, নিংসিয়া-এর মধ্যাঞ্চলের অনেক জেলায় উচ্চফলনশীল ও পানি-সাশ্রয়ী কৃষির উন্নয়ন হচ্ছে। বাস্তবতা থেকে প্রতিফলিত হয়েছে যে, উচ্চফলনশীল ও পানি সাশ্রয়ী কৃষি স্থানীয় পরিবেশের নিয়ম অনুসরণ করে পুরোপুরিভাবে অনাবৃষ্টি অঞ্চলের বৈচিত্র্যময় সৌর শক্তি ও জমিসহ বিভিন্ন জ্বালানীসম্পদ ব্যবহার করে সত্যিকারভাবে জমিতে ফসলের শিকড়ে জলসেচ করার বিষয়টি বাস্তবায়ন করেছে।

    কিন্তু বিরূপ প্রাকৃতিক পরিবেশ এবং পশ্চাত্পদ অর্থনৈতিক ও সাংস্কৃতিক ধারণার কারণে কিছু কিছু অঞ্চলে উচ্চফলনশীল ও পানি সাশ্রয়ী কৃষি উন্নয়নের উপর দেয়া গুরুত্ব এবং বরাদ্দ যথেষ্ট নয়। পানি সাশ্রয়ী কৃষির গ্রাহকদের অনুপাতও যথেষ্ট নয়। ফলে এ ধরণের কৃষির উন্নয়ন সীমাবদ্ধ করা হয়েছে। নিংসিয়া হু জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের জলসেচ দপ্তরের মহা-পরিচালক উ হোংসিয়াং বলেছেন, নিংসিয়া-এর মধ্যাঞ্চলে উচ্চফলনশীল ও পানি সাশ্রয়ী প্রযুক্তি সম্প্রসারণের অনেক সুপ্ত শক্তি রয়েছে এবং এ ধরণের কৃষি সম্প্রসারণের গতিধারাকে দ্রুততর করতে হবে। (লিলি)


1 2