v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-12 21:10:00    
চীনের নিংসিয়া অনাবৃষ্টি এলাকায় উচ্চফলনশীল পানি সাশ্রয়ী কৃষি উন্নয়ন করা হচ্ছে

cri
    নিংসিয়া হু জাতির স্বায়ত্তশাসিত অঞ্চল চীনের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। এই অঞ্চলের মধ্যাঞ্চল মরুভূমির কাছাকাছি অবস্থিত। বিরূপ আবহাওয়া ও অনাবৃষ্টি এর নিত্যকার সমস্যা। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চল কৃষি ক্ষেত্রে উচ্চফলনশীল ও পানি সাশ্রয়ী প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে সেখানে পুরোপুরিভাবে বৃষ্টির উপর নির্ভরশীলতাকে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। আজকের অনুষ্ঠানে আমরা সেখানকার উচ্চফলনশীল ও পানি সাশ্রয়ী কৃষি উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করবো।

    থোংসিন জেলা নিংসিয়া মধ্যাঞ্চলের অনাবৃষ্টি অঞ্চলের কেন্দ্রে অবস্থিত। সেখানে পানি সম্পদের খুব অভাব এবং প্রাকৃতিক পরিবেশ অসহণীয়। গত কয়েক বছর ধরে থোংসিন জেলায় বিরল ইতিহাস সৃষ্টি হয়েছে। বিশেষ করে একটানা চার বছর ধলে সেখানে কোন বৃষ্টি হয়নি। এ অঞ্চলে প্রতি বছরের গড়পড়তা বৃষ্টিপাত মাত্র ১২০ মিলিমিটারেরও কম।

    এই অবস্থায় স্থানীয় সরকার উচ্চফলনশীল ও পানি সাশ্রয়ী কৃষি উন্নয়ন করেছে এবং কিছু কিছু খুব জটিল নয় এমন ধরণের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনাবৃষ্টির কারণে কৃষি উত্পাদনের প্রভাব কাটানোর প্রচেষ্টা চালাচ্ছে।

    উচ্চফলনশীল ও পানি সাশ্রয়ী কৃষি উন্নয়নের জন্য প্রথমে পানির অপচয় কমানোর উপর গুরুত্ব দিতে হবে। পরিবহণের প্রক্রিয়ায় পানির অপচয় কমানোর জন্য থোংসি জেলা পানি সরবরাহের প্রধান পাইপের সঙ্গে শাখা পাইপ স্থাপন করেছে। এভাবে পানি সরাসরিভাবে কৃষকদের জমিতে প্রবেশ করতে পারে।

    থোংসিন জেলার সিয়া মা কুয়ান গ্রামের লি ছিন এক হেক্টরেরও বেশী জমিতে আলু চাষ করেছেন। সরাসরিভাবে জামিতে পানি সেচের মাধ্যমে তিনি যথাযথসময়ে ও সহজভাবে ফসল উত্পাদনে সক্ষম হয়েছেন। তিনি বলেন,

    পানি থাকলে কোন চিন্তা থাকে না এবং ফসল চাষ করাও সম্ভব হয়।

    পানি সমস্যা সমাধানের পর কী ধরণের ফসল চাষ করা এবং কীভাবে সীমিত পানি সম্পদ ব্যবহার করা যায় সে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। থোংসিন জেলা আধুনিক পানি সাশ্রয়ী প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যবাহী পানিছাড়া চাষযোগ্য ফসল সমন্বিত করে প্রধানত আলু এবং তরমুজসহ পানি সাশ্রয়ী ফসল উত্পাদন করে আসছে। থোংসিন জেলার বন্যা ও খরা প্রতিরোধ অফিসের উপ-পরিচালক মা শান বলেছেন,

    গত বছরের তুলনায় চলতি বছরের জন্য মানুষ ও গৃহ পালিত পশুর পানীয় জল সুনিশ্চিত করা ছাড়াও, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তরমুজ ও আলুসহ এসব বিশেষ ফসলের জন্য পানির ব্যবস্থা করা। গত বছর শুধুমাত্র মানুষ ও গৃহ পালিত পশুর জন্য পানীয় জলের সমস্যার সমাধান করা হয়।

    পরিকল্পনা অনুসারে ২০১০ সাল পর্যন্ত থোংসিন জেলায় ৩০ হাজার হেক্টর জমিতে আলু এবং ১০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ করা হবে। এভাবে প্রতি বছর প্রত্যেক স্থানীয় কৃষকের আয় এক হাজার ইউয়ানেরও বেশী বৃদ্ধি পাবে।

    তা ছাড়া, নিংসিয়া-এর প্রযুক্তিবিদগণ উচ্চফলনশীল ও পানি সাশ্রয়ী কৃষি উন্নয়নের লক্ষে ভ্রাম্যমাণ পানি সেচের যন্ত্রসহ অনেক সহজ ব্যবহারিক সরঞ্জাম উদ্ভাবন এবং তৈরী করেছেন।

1 2