চাঁদ হ্রদে আসা অনেক পর্যটকরা সংবাদদাতাদের সঙ্গে প্রায় একই অনুভূতি প্রকাশ করেছে । ইনছুয়ান প্রদেশ থেকে আসা একজন পর্যটক বলেছেন, এ স্থানটি খুবই সুন্দর ,আমার ভীষণ ভালো লাগে। আমাদের সাধারণ জীবনে কাজের চাপ অনেক বেশি । সপ্তাহে শেষে এখানে এসে ক্লান্তি ভূলে যাই । কুয়াংচৌ শহরের আমার অনেক বন্ধু এখানে আসার পর অনেক আনন্দ পেয়েছে । তখন এখানকার হোটেলের সবরুম রিজাভ থাকার কারণে তারা বেশি সময় এখানে থাকতে পারে না । তারা বলেছে, কয়েক মাস পর তারা অবশ্যই এখানে আবার আসবে । এখানে বেড়াতে অবশ্যই উটে চড়তে হয় ।
উটে চড়া হচ্ছে স্থানীয় পর্যটনের একটি বৈশিষ্ট্যসম্পন্ন বিষয় । এখানে এসে জাহাজে বসে দৃশ্য উপভোগ করার পাশাপাশি উট চড়ে মরুভুমি র বৈশিষ্ট্যও অনুভব করা যায় । আলাশান হল বিখ্যাত উটের আবাস স্থাল । এখানকার উট শক্তিশালী ও সুন্দর এবং মানুষের সঙ্গে তার সুষম সম্পর্ক রয়েছে । সুনবুল হলেন পর্যটন এলাকার উট পালকের অন্যতম একজন । তিনি চাঁদ হ্রদে প্রায় ৭ বছর উট পশুপালন করেন । এর আগে তিনি ছিলেন স্থানীয় অঞ্চলের একজন পশুপালক । চাঁদ হ্রদ এলাকা নির্মাণের সময় তাঁর পরিবার এবং অন্য একটি পরিবার এখানে চলে এসে বাস শুরু করে এবং উট পালনের দায়িত্ব পালন করে । তিনি বলেছেন,
আমাদের বাড়ি চাঁদ হ্রদের ৬০ কিলোমিটার দূরে অবস্থিত । প্রতি বছর মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত, আমাদের দু'টি পরিবার নিজেদের উটগুলো নিয়ে চাঁদ হ্রদে এসে কাজ করি । অন্য সময় আমরা পশুপালন এলাকায় জীবন কাটাই । শুরুতে আমাদের শুধু ৫ বা ৬টি উট ছিল। বর্তমানে পর্যটন এলাকার সাহায্যে আমাদের উট ৩০টিরও বেশি । চলতি বছর এখানকার পর্যটকের সংখ্যা অনেক বেশি । যদিও আমাদের উটের সংখ্যা অনেক বেশি নয়, কিন্তু তবুও আয় ভালো হচ্ছে এবং জীবনযাপনের মানও উন্নত করতে পারছি । নিজেদের কাজ সম্পর্কে তিনি বলেছেন, প্রথমে ভালো পরিসেবা করা উচিত । বেশী বয়স্ক পর্যটকদের আমরা পরিবারের পূর্ব পুরুষদের মতো যত্ন করি এবং ছোট বয়সের শিশুকে নিজের সন্তানের মতো যত্ন করে তাদের নিরাপত্তা সুরক্ষা করি ।
এখানে উট ছাড়া জিপ গাড়িও মরুভুমি অতিক্রম করার গুরুত্বপূর্ণ বাহন । এর পাশাপাশি পর্যটকদের জন্য এটি এক ধরনের বিনোদন প্রকল্প হিসেবে কাজ করছে । চাঁদ হ্রদ পর্যটন এলাকার চার পাশে মরুভুমি থাকার কারণে এখানে জিপ গাড়ি বা ট্রাক খুব দরকার । এখানকার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন, ভালো ডিজাইন ও নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী পর্যটকরা জিপ গাড়িতে চলার সময় রোলার কোস্টারে বেড়ানোর মতো মনে করে।
চাঁদ হ্রদের দৃশ্য অতিশ্বয় সুন্দর, অধিবাসীরা আন্তরিক এবং তাদের সংস্কৃতিও সমৃদ্ধ । স্থানীয় অধিবাসীরা বলেন, এটি হল একটি প্রাকৃতিক সমৃদ্ধ সম্পদ স্থান । ৩ বর্গকিলোমিটার হ্রদে নানা ধরনের খনিজ সম্পদ রয়েছে । এসব খনিজ সম্পদ হ্রদের নিজস্ব পরিচ্ছন্নতাকে সুরক্ষা করতে সক্ষম,এর ফলে হ্রদের পরিবেশ ভালভাবে সংরক্ষিত হয় । এখানকার কালো মাটি চামড়ার জন্য উপকারী , স্নায়ুর জন্য আরামদায়ক এবং গেঁটেবাত প্রতিরোধে সহায়ক ভুমিকা পালন করে থাকে । 1 2
|