v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-10-06 17:32:38    
চাঁদ হ্রদ (১)

cri

    অন্তঃর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল হচ্ছে চীনের সুন্দর ও চমত্কার স্থানগুলোর অন্যতম । ক. বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের অন্তঃর্মঙ্গোলিয়ার চাঁদ হ্রদে নিয়ে যাবো । মঙ্গোলিয় ভাষায় চাঁদ হ্রদের নাম হচ্ছে থেংকোলি দালাই চাঁদ হ্রদ । থেংকোলির অর্থ হল আকাশ এবং দালাই'র অর্থ হল হ্রদ । অন্তঃর্মঙ্গোলিয় লোকজনের কাছে তা হল আকাশের সমুদ্রের সঙ্গে মিশে থাকা সুন্দর হ্রদ । এ হ্রদের আকার দেখতে চাঁদের মতো, এ কারণে তাকে চাঁদ হ্রদ বলে ডাকা হয় ।

    এ হ্রদ অন্তঃর্মঙ্গোলিয়ার আলাশানে অবস্থিত । সেখানে বাতাস ও বালি খুব বেশি, বৃষ্টি কম , আবহাওয়া খুবই শুষ্ক । চীনের চতুর্থ বৃহত্তম মরুভুমি --থেংকোলি মরুভুমি এর কাছেই অবস্থিত । এ কারণে চাঁদ হ্রদের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ । অনেক দূর থেকে বাতাসের গায়ে উড়তে বালিগুলো ধীরে ধীরে চাঁদ হ্রদের দু'পাশে চলে যায় । মরুভুমির মধে এটি একটি চমত্কার দৃশ্যের সৃষ্টি করেছে। এতক্ষণ যে গান শুনলেন, সেই গায়কের নাম হচ্ছে বুতুকোচি । ইনি একজন শিক্ষক ছিলেন । অবসরের পর তিনি চাঁদ হ্রদ পর্যটন এলাকায় কাজ করেন । প্রতিদিন দূরদুরান্ত থেকে আসা অতিথিদের স্বাগত জানানোর জন্য তিনি অন্যান্যপশুপালকের সঙ্গে মঙ্গোলিয় জাতির স্বাগতম সংগীত পরিবেশন করেন । আমাদের সংবাদদাতা তাঁকে চাঁদ হ্রদ পর্যটন এলাকায় কাজ করার সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেছেন, 

     আমি এখানে দু'বছর কাজ করেছিলাম । খুব ভালো লাগে । এখানে কাজ করলে আমার অতিরিক্ত কিছু আয়ও হয় এবং গান গাওয়ার সময় আমার মনে অনেক আনন্দ লাগে । আমাদের গান শুনে অতিথিরাও বেশ আনন্দ পান । কেউ কেউ গানের সঙ্গে নাচে । তা আমাকে আবেগপ্রবণ করে তোলে । আমার কাজের মাধ্যমে এখানে আসা অতিথি পর্যটকরা আলাশান জনগণের আন্তরিকতাকে অনুভব করতে পারেন এবং এখানকার রীতিনীতি ও সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে পারেন । তা অনেক তাত্পর্যবহ । এ কারণে আমি এ কাজ পছন্দ করি ।

    স্থানীয় অতিথিপরায়ন অধিবাসীদের সেবা উপভোপ করার পর আমাদের সংবাদদাতা চাঁদ হ্রদ পর্যটন এলাকায় যান । কাঠের সেতু ও কীচক বন অতিক্রম করে নীল হ্রদ ও হাঁস দেখে আমাদের মনে হয় দক্ষিণ চীনের একটি ছোট গ্রামে প্রবেশ করেছি , মরুভুমির মধ্যে । কিন্তু চার পাশের বালির পাহাড় দেখার পর মনের ভেতর এক দ্বৈত ধারণার সৃষ্টি হয় । চাঁদ হ্রদে থাকার সময় প্রাকৃতিক পরিবেশের উষ্ণতাকে উপভোগ করতে পারা যায় খুব আপন করেই । এখানে আসার পর পর্যটকরা মিষ্টি কিছু নির্দিষ্ট শব্দ করে এ সুন্দর দৃশ্যের বর্ণনা করে নিজের মত করে ।


1 2