v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-24 18:54:23    
মঙ্গোলিয়া জ্বালানি সম্পদের সাশ্রয় ও পরিবেশ সুরক্ষার পথে চলছে

cri

    মঙ্গোলিয় জাতি চীনের রাজনীতি, সামরিক কাজ, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্যালেন্ডার, সংস্কৃতি ও শিল্পকলা, চিকিত্সা প্রভৃতি ক্ষেত্রে বিরাট অবদান রেখেছে। মঙ্গোলিয়ার প্রাকৃতিক জ্বালানি সম্পদ প্রচুর। সেজন্যই কিছু কিছু অঞ্চলে তাদের প্রাকৃতিক জ্বালানি সম্পদের প্রাধান্য নির্ভর করে দূষণমুক্ত জ্বালানি সম্পদ উন্নয়ন করা হয়েছে। এর মধ্যে বায়ূ শক্তি নিয়ে বিদ্যুত্ উত্পাদন হওয়া হচ্ছে স্থানীয় অঞ্চলে জ্বালানি সম্পদের সাশ্রয় ও পরিবেশ সুরক্ষা ক্ষেত্রে অন্যতম। উ লান ছা বু শহরের বায়ূ শক্তির জ্বালানি সম্পদের পরিমাণ সারা মঙ্গোলিয়ার ৩০ শতাংশ দাঁড়ায়।

    দু'বছর আগে, এ শহরে দেশের প্রথমটি আঞ্চলিক বাতাস-বিদ্যুত্ উন্নয়ন কর্মসূচী নির্ধারিত হয়েছে। উ লা ছা বু শহর পেইচিং থেকে শুধু ৩৩৬ কিলোমিটার দূরে। এ জন্য এখানে তৈরী হওয়া বিদ্যুত্ সরাসরিভাবে পেইচিংয়ে পাঠাতে সক্ষম । এটি " পেইচিং অলিম্পিক গেমস----২০০৮" -এর বিদ্যুত্ শক্তি সরবরাহ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ শহরের মহাপরিচালক উ ইয়ং সিন সংবাদদাতাকে বলেছেন,"এখানে প্রচুর বাতাস বেস। ইচ্ছে করলেই যেখানে সেখানে বিদ্যুত্ উত্পাদন করতে সক্ষম। তিন গিরিখাত হচ্ছে বর্তমান চীনে জলসেচ বিদ্যুত্ কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ। উ লা ছা বু চীনের বায়ূ চালিত -বিদ্যুত্ উত্পাদনের রাজধানি হবে বলে ধারণা করা হচ্ছে।"

    দূষণমুক্ত জ্বালানি সম্পদ উন্নয়নের সঙ্গে সঙ্গে মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলও উচ্চ দূষণযুক্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বন্ধ করেছে। উ হাই শহরের প্রধান বাই সিয়াং ছুন বলেছেন, গত দশ বছরে উ হাই শহর মোট ৬০০টিও বেশি সংশ্লিষ্ট ছোট ও মাঝারি আকারের শিল্পপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে জ্বালানি সম্পদের সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষা ক্ষেত্রের সাজ-সরঞ্জাম সংক্রান্ত প্রযুক্তির গুণগত মান উন্নত করেছে। তিনি বলেন:" স্থানীয় সরকারের সাহায্যে শিল্পপ্রতিষ্ঠানের প্রযুক্তিগত সাজ-সরঞ্জামের মান উন্নত হয়েছে। তবে এর পাশা পাশি সংশ্লিষ্ট কারখানাগুলোর জ্বালানি সম্পদ সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষার প্রযুক্তিও উন্নত করা উচিত।"


1 2