v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-18 19:35:59    
অলিম্পিক বিষয়ক ফটোগ্রাফার ফু সিয়াও হাই

cri

    কিছু দিন আগে পেইচিং আন্তর্জাতিক বই মেলা হয়ে গেল। এর একটি অংশে ছিল অলিম্পিক বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী। চীনের অলিম্পিক সংক্রান্ত ফটোগ্রাফার ফু সিয়াও হাইর আলোকচিত্রগুলো "অলিম্পিক নির্মানকারী" দর্শকদের দৃষ্টি কেড়ে নেয়। আজকের অনুষ্ঠানে ফু সিয়াও হাই সম্পর্কে কিছু কথা জানাবো।

    পেইচিং আন্তর্জাতিক বই মেলা হলো এশীয় অঞ্চলের বৃহত্তম বই মেলা। ২০০৮ সালের পেইচিং অলিম্পিক-এর কথা প্রচারের জন্য এবারের মেলায় অলিম্পিক স্টল খুলেছে। ফু সিয়াও হাইয়ের "অলিম্পিক নির্মানকারী" ছবিগুলো এই স্টলে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রতি এক বর্গ মিটারের ছবিতে অলিম্পিক স্টেডিয়ামের শ্রমিকদের কর্মধারা ফুটে উঠেছে। তাদের মনযোগ দিয়ে কাজ করার ভঙ্গি এবং মুখে ঝিক মিক করতে থাকা ঘামের ফোটাগুলো দর্শকদের মুগ্ধ করেছে।

    প্রদর্শিত দশটি ছবি আসলে শুধু ফু সিয়াও

হাই'র ধারাবাহিক ছবি'র একটি অংশ মাত্র। তাঁর তোলা ছবি হাজার হাজার। এসব ছবি তোলার উদ্দেশ্য সম্পর্কে ফু সিয়াও হাই বলেছেন:

    "অলিম্পিক গেমসের জন্য আবেদন থেকে আয়োজনের সুযোগ পাওয়া পর্যন্ত চীনের জন্য একটি মহা ব্যাপার। একজন চীনা হিসেবে আমি অলিম্পিকের জন্য কিছু কাজ করতে চাই। তাই এই "অলিম্পিক নির্মানকারীদের" ছবি তোলার কথা চিন্তা করি। অলিম্পিককে প্রস্তুত করার প্রক্রিয়ায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমি তাদের বিভিন্ন দিক থেকে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।"

    তার এই ছবি তোলার কর্মসূচী ২০০৬ সালের অক্টোবর মাস থেকে ২০০৮ সালের মে মাস পর্যন্ত চলে । এই পর্যন্ত ফু সিয়াও হাই এসব ছবির জন্য এক মিলিয়ন ইউয়ান খরচ করেছেন। তিনি পেইচিং, থিয়েন চিন শাংহাই, ছিংতাও, ছিন হুয়াং তাও এবং হংকং ৭টি অলিম্পিক শহরের বিভিন্ন স্টেডিয়ামে গিয়েছিলেন। তিনি বলেছেন, স্টেডিয়ামের ভেতরে প্রবেশের অনুমতি পাওয়া খুব কঠিন। অবশেষে এই সুযোগ পাওয়ার পর তিনি কিন্তু একটি ভুল করেছেন। তিনি বলেছেন:

    "প্রথম বার স্টেডিয়ামে প্রবেশ করার সুযোগ পাওয়ার পর আমি এত খুশি হয়ে উঠেছিলাম। আমি সব কিছুর ছবি তুলতে চাই। ফলে সঙ্গে নেয়া ২০টি ফিল্ম সহসাই শেষ হয়ে যায়। তা হলো আমার ছবি তোলার অভিজ্ঞতায় প্রথম সম্মুখীন সমস্যা।"


1 2