v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-13 15:16:25    
তিব্বতের ভ্রমণ ৩--নামুছুও হ্রদ

cri

     যাওয়ার পথে আমরা মাখন ও মাশরুম বিক্রি করা তিব্বতীয় পশুপালক দেখি । তাঁরা পাহাড়ে আরোহণ করে মাশরুম খুঁজে বের করার পর তা বিক্রি করেন এবং ইয়ক গরুর দুধ দিয়ে মাখন তৈরী করেন । তাঁদের তাঁবু ইয়াক গরুর পশম দিয়ে বানানো । শুঁয়া পোকা ছত্রাক হচ্ছে তিব্বতের এক ধরনের শ্রেষ্ঠ প্রাকৃতিক ঔষধ, যাওয়ার পথে আমাদের গাইড লুওসোং আমাদের জন্য শুঁয়া পোকা ছত্রাকের গল্প ও ক্ষমতার পরিচয় করিয়ে দেন । দুপুরে আমরা তাংসিয়োং জেলায় পৌঁছি । সেখানে আবার সিছুয়ান বৈশিষ্ট্য রেস্টুরেন্টে দুপুরের খাবার খাই । তিব্বতের নানা জেলায় অনেক সিছুয়ান প্রদেশের লোক বসবাস করে । তারা তিব্বতের রেঁস্তোরা শিল্পের উন্নয়নের জন্য অনেক অবদান রেখেছে । লাঞ্জ খাওয়ার পর আমরা নামুছুও হ্রদের দিকে যাই । বিকেল ৩টায় অবশেষে নামুছুও হ্রদের সুন্দর দৃশ্য দেখতে পাই । এ হ্রদ হচ্ছে বিশ্বের সবচেয়ে উচুঁ হ্রদ এবং হ্রদের পানির উত্স্য হল চার পাশের নিয়ানছিং থাংকুলা পাহাড়ের উপর তুষার নিয়ে গঠিত । তিব্বতীয় লোকজন নামুছুও হ্রদকে পবিত্র হ্রদ বলে ডাকেন ।

    হ্রদের কাছে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকরা অব্যাহতভাবে নানা দিক থেকে ছবি তুলেন । আমি চীনের তাইওয়ান প্রদেশ থেকে আসা দুজন পর্যটকের সাক্ষাত্কার নেই । তাঁরা নামুছুও হ্রদের সুন্দর দৃশ্য খুবই পছন্দ করেন এবং তাঁদের কাছে তিব্বতের ভ্রমণও খুবই চমত্কার লাগে । গ্রীষ্মকাল পর্যটনের সোণালী সময়পর্বে স্থানীয় অঞ্চলের পশুপালকরা নিজেদের ইয়ক গরু নিয়ে নামুছুও হ্রদে আসে । পর্যটকরা ইয়ক গরুর পিঠে উঠে ছবি হোলায় পশুপালকদের অনেক বেশি আয় হয় । প্রতিবারের জন্য ১০ ইউয়ান রেন মিন পি । সাধারণত পর্যটকরা ইয়াক গুরু কম দেখে থাকেন । এ কারণে তারা ইয়াক গরুর পিঠে চরতে খুবই পছন্দ করেন । স্থানীয় পশুপালকরা বলেন , পর্যটনের সোণালী সময়পর্বে প্রতিদিন তাদের গড়পড়তা আয় ৪০০ ইউয়ান রেন মিন পি এবং গ্রীষ্মকাল হচ্ছে কৃষি কাজের অবসর সময় । তাই এ আয় তাদের জীবনযাপনের জন্য খুবই সহায়ক ভুমিকা রাখে ।


1 2