v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-13 15:16:25    
তিব্বতের ভ্রমণ ৩--নামুছুও হ্রদ

cri

    ১৫ আগস্ট আজকের আবহওয়া জটিল । কাল রাতে ঘুমের সময় শুরু বৃষ্টি ভোরবেলায়ও থামে নি । বৃষ্টির কারণে আবহাওয়া একটু ঠাণ্ডা । আমরা একটু বেশি কাপড় পরে নামুছুও হ্রদের দিকে যাই । পথের অবস্থা ভালো। মশৃণ ও প্রসস্থ । সাম্প্রতিক বছরগুলোতে চীনের অন্যান্য প্রদেশ থেকে তিব্বতে আসা পর্যটকের সংখ্যা অব্যাহতভাবে বেড়ে চলেছে । অনেক পর্যটক নিজের গাড়ি নিয়ে তিব্বতে এসেছেন । কিন্তু তিব্বতের বিশেষ ভৌগলিক অবস্থার কারণে অনেক লোক তিব্বত আসার পর নানা ধরনের অসুস্থতায় আক্রান্ত হয়ে এবং স্থানীয় অঞ্চলের পথ অপরিচিত হওয়ার কারণে অনেক সময় গাড়ি দুর্ঘটনাও ঘটে । এ কারণে , লাসা থেকে তিব্বতের অন্যান্য অঞ্চলে যাওয়ার প্র্রধান পথে গাড়ির সীমাবদ্ধ গতি নির্ধারণ করা হয়েছে । লাসা থেকে নামুছুও হ্রদ প্রায় ২৫০ কিলোমিটার দূরে । সীমাবদ্ধ গতিতে চলার পর আমরা প্রায় ৬ ঘন্টা শেষে নামুছুও হ্রদে পৌঁছি ।

     যাওয়ার পথে পাহাড় , ছোট নদী, আকাশ , মেঘ এবং ইয়াক গরুসহ নানা ধরনের সুন্দর দৃশ্যের ছবি আমাদের ক্যামেরাতে বন্দী করে নেই । বিশেষ করে আমরা যাওয়া ও ফিরে আসার পথে ছিংহাই-তিব্বত রেলপথের ট্রেন দেখেছি । নীল আকাশে পাহাড়ের মধ্যে আকস্মিকভাবে একটি সবুজ রঙের ট্রেন দূরদুরান্ত থেকে আসছে , দ্রুত গতির ফলে চার পাশে বাতাসে ঝড়ের শব্দও হচ্ছে। তাছাড়া ইয়াংবাচিং বিদ্যুত্ স্টেশনসহ টেলিভিশনের খবরে জানানো বিভিন্ন দৃশ্যও সতিকারভাবে আমাদের সামনে তুলে ধরছে । খুবই চমত্কার । পাহাড়ের তৃণভূমিতে অসংখ্য ছাগল ও ইয়াক গরু আরামে ঘাঁস খাচ্ছে । কিন্তু মালভুমির আবহাওয়া দ্রুত সহজভাবেই পরিবর্তন হয়ে যায় , মাঝে মাঝে উজ্জ্বলসুর্যালোক, একটু পরেই মুহুর্তের মধ্যে বৃষ্টি । আমাদের গাড়ির ড্রাইভার একজন তিব্বতীয় জাতি লোক, তাঁর নাম বাসাং । তিনি বলেন, আজকে যাওয়ার পথে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ৫২০০মিটার উচুঁ একটি পাহাড় অতিক্রম করবো, যদিও আপনারা ক্লান্ত তবুও কেউ কিন্তু ঘুমাবেন না । কারণ মালভুমিতে শরীরের অসুস্থ্যতা থাকা স্বাভাবিক , ঘুমের মাধ্যমে তা আরো গুরুতর হবে । ফলে আমরা কথাবার্তার মাধ্যমে ঘুমের ইচ্ছা নির্মুল করি । আমাদের ড্রাইভার গান গাইতে পছন্দ করেন, তিনি আমাদের অনেক তিব্বতীয় গান শোনান। গানগুলো খুবই সুন্দর ।


1 2