গবেষকরা পরিবারের পূর্বপুরুষদের নির্বুদ্ধিতা রোগে আক্রান্ত হওয়া লোকদের ওপর জরীপ চালানোর পর জানিয়েছেন যে, সে সব লোক ধুমপান করার পর পরিবারের পূর্বপুরুষদের নির্বুদ্ধিতা রোগে আক্রান্ত না হওয়া লোকদের চেয়ে নির্বুদ্ধিতা রোগে আক্রান্ত হওয়ার হার অনেক কম । সাধারণ লোকজনের ধুমপান করার পর পরিবারে এ রোগী থাকা ধুমপান করা লোকের চেয়ে ৭০ শতাংশেরও বেশি নির্বুদ্ধিতা রোগে আক্রান্ত হবে ।
বৃটেন, যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত আন্তর্জাতিক গবেষক দল গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে, সিগারেট পানকারীরা সাধারণ লোকের আগেই বৃদ্ধ হবে ।
তারা বলেছেন, সর্বশেষ গবেষণা থেকে জানা যায় যে, ধুমপান করা ক্যানসার ও হৃদ রোগে আক্রান্ত হওয়ার হার বাড়ানোর পাশাপাশি বৃদ্ধকালের সিগারেট পানকারীদের শরীরের বিভিন্ন গ্রন্থি সাধারণ লোকের চেয়ে আরো সহজভাবে বুড়িয়ে যাবে ।
তারা বলেছেন, তারা ৬০ বছর বয়সের বেশি ৮ জন লোকের ওপর পরীক্ষানীরিক্ষা করেছেন । তাদের মধ্যে একটি দলের লোক ২০ বছর ধরে প্রতিদিন কমপক্ষে এক প্যাকেট সিগারেট খায় । আরেকটি দল কখনো সিগারেট খায় নি । গবেষকরা দু'টি দলের লোকের জন্য এক ধরনের বিশেষ পরীক্ষামূলক উপাদান থাকা ঔষধ ইন্জেকশন করে ,তাদের শরীরের মাংসের প্রোটিনের সংযুক্ত তত্পরতা পরীক্ষা করে ।
ফলে সিগারেট খাওয়া লোকদের শরীরের প্রোটিনের সংযুক্ত তত্পরতা সিগারেট না খাওয়া লোকদের চেয়ে অনেক কম । জরীপ আরো বলা হয়েছে, ধুমপান পানকারীদের শরীর মাংসে প্রোটিনের পরিমাণসহ বিভিন্ন শরীরের শক্তিশালীতা বজায় রাখার উপাদান ধুমপান না করা লোকদের চেয়ে অনেক কম । তা থেকে বোঝা যায় যে, ধুমপানকারীরা আরো সহজভাবে বৃদ্ধ হয়ে যাবে । 1 2
|