v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-26 14:00:23    
ধুমপানকারীদের সহজভাবে আক্রান্ত হওয়া রোগ

cri
    সাধারণত অনেক লোকই ধুমাপানে অব্যস্ত । যদিও তারা জানে তাদের এ ধুমপান নিজের ও অন্য লোকের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ,তবুও ধুমপান করা বা সিগারেট খাওয়া তারা বন্ধ করতে পারে না । আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্য ধুমপানকারীদের সহজভাবে আক্রান্ত হওয়া রোগের কথা বলবো ।

    বৃটেনের সংবাদমাধ্যমের সর্বশেষ খবরে জানা গেছে, স্নায়ুবিদ্যা বিষয়ক ম্যাগাজিনে প্রকাশিত এক নতুন রিপোর্টে বলা হয়েছে, হল্যান্ডের গবেষণকরা ৭ বছর ধরে ৫৫ বছর বয়স্ক ৭০০০জনেরও বেশি লোকের ওপর জরীপ করার পর জানিয়েছেন যে, তাদের মধ্যে ৭০৬জন বয়সকালীণ নির্বুদ্ধিতা রোগে আক্রান্ত হয়েছে । তাদের মধ্যে ধুপমান করা লোকের এ রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা ধুমপান না করা লোকের চেয়ে ৫০ শতাংশেরও বেশি ।

    এ জরীপের উদ্যোক্তাডাক্তার মনিকা ব্লেআরের একটি ম্যাগাজিনে লিখেছেন, ধুপমান করার পর লোকের মস্কিষ্কের রক্তনালীর রোগে আক্রান্ত হওয়ার হার অনেক বেশি। বয়সকালীণ নির্বুদ্ধিতা রোগের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । অক্সিডেশন হচ্ছে নির্বুদ্ধিতা রোগে আক্রান্ত হওয়ার আরেকটি কারণ । রক্তনালীর অক্সিডেশন ও এ্যান্টি অক্সিডেশনের গুণ হওয়ার কারণে হৃদপিণ্ডে রক্ত সঞ্চালনের সৃষ্টি হয় । সিগারেট না পান করা লোকদের চেয়ে আরো বেশি অক্সিডেশনের নেতিবাচক প্রভাব থাকার কারণে শরীরের অক্সিডেশনের ঘাটতি হয় । এবং ধুমপান করা লোকজন এবং নির্বুদ্ধিতায় আক্রান্ত রোগীদের উভয়েরই অক্সিডেশনের কায়কারীতা নষ্ট হয়েছে । এ কারণে গবেষকরা মনে করেন, সিগারেট পান করা লোকজন আরো সহজভাবে নির্বুদ্ধিতা রোগে আক্রান্ত হয়ে যাবে ।


1 2