v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-20 21:12:24    
চিয়ানতু যাদুঘর

cri
     ভূতত্ত্ব যাদুঘরের তথ্য জানার পর আমরা এখন শ্রোতাবন্ধুদের হুনান প্রদেশের চিয়ানতু যাদুঘরে নিয়ে যাবো , তাইনা ?

     যাদুঘর যাওয়ার আগে আমি শ্রোতাবন্ধুদের জন্য চিয়ান এবং তু'র অর্থ ব্যাখ্যা করি । চিয়ান এবং তু হচ্ছে কাগজ সৃষ্টি হওয়ার আগে প্রাচীনকালে চীনের ইতিহাস লিবিপদ্ধ করার গুরুত্বপূর্ণ হাতিয়ার । চিয়ান কাঠ বা বাঁশ দিয়ে তৈরী করা হয় । বর্তমানে আমরা সবসময় বাঁশ দিয়ে তৈরী চিয়ান দেখতে পারি । বাঁশ দিয়ে বাঁশ বোর্ড তৈরী করে, এর দৈর্ঘ্য ২০ সেন্টিমিটারেরও বেশি, বিস্তার ১ সেন্টিমিটার । তু হল কাঠ দিয়ে তৈরী কাঠ বোর্ড । এর দৈর্ঘ্য চিয়ানের মতো,কিন্তু বিস্তার চিয়ানেরও বেশি । তুয়ে লিপিবদ্ধ করা বিষয় ও তথ্য চিয়ানের চেয়ে বেশি । একটি তু বোর্ডে সম্পূর্ণভাবে একটি ঘটনা লিপিবদ্ধ করা যায় । তারপর সর দিয়ে চিয়ান বা তুগুলো বানিয়ে নিলে, তা প্রাচীনকালের বইয়ে পরিণত হয় ।

      হুনান প্রদেশের ছাংশা শহরে অবস্থিত ছাংশা চিয়ান তু যাদুঘরের মোট আয়তন ১৪ হাজারেরও বেশি বর্গমিটার । যাদুঘরে প্রবেশ করে 'তিংতুং তিংতুং' সুন্দর আওয়াজের ঝর্নার শব্দ শুনতে পারা এবং বাঁশের দৃশ্য দেখতে পারা যায় । প্রাচীনকালের চীনা অঙ্গনের মতো করে তৈরী যাদুঘরের কাঠামো বৈশিষ্ট্যসম্পন্ন ।

     যাদুঘরে নির্মাণ সম্পর্কে একটি গল্প আছে । ১৯৯৬ সালে ছাংশায় একটি ২০০০বছর আগের তৃতীয় যুগের উ দেশের চিয়ানতু খুঁজে বের করা হয়, এর মোট সংখ্যা ১ লাখ । এ সংখ্যা ২০ শতাব্দীতে চীনের খুঁজে বের করা চিয়ান ও তু'র মোট সংখ্যার চেয়েও বেশি । ছাংশা চিয়ান তু যাদুঘরের প্রধান সোং শাও হুয়া বলেছেন ,  চিয়ানগুলো পানির নিচে ১৭০০ বছরের বেশি যোবানো ছিলো। ফলে এর গুণগতমান তখন খুবই নাজুক ছিল । অসাবধান হলেই চিয়ানের অক্ষরগুলো সহজভাবে মুছে খেতে পারতো । তখন চিয়ান দেখতে শক্ত নুডলের মতো,আমাদের কর্মীরা কেউ হাত দিয়ে তা ধরে নি । শুধু ছোট ব্রাশ কলম নিয়ে চিয়ানগুলো পরিস্কার করেছে ।

    তিনি বলেছেন, এবারের আবিষ্কার হুনান প্রদেশ এবং চীনের প্রত্নতত্ত্ব মহলের বিশেষজ্ঞদের জন্য একটি আনন্দের ব্যাপার । এর আগে হুনান প্রদেশে অনেক ব্রোঞ্জ, লৌহ ও চীনা মাটির পাত্র আবিষ্কার হয় । এবার হচ্ছে প্রথমবারের মতো চিয়ান তুন আবিষ্কার করা । অনেকবার যাদুঘর এসে প্রদর্শনী দেখা স্থানীয় অধিবাসী ম্যাডাম উ লি পিং বলেছেন, আমি মনে করি তুংউ সময়পর্বের চিয়ান ও তু এ পর্যন্ত ভালভাবে সংরক্ষণ করা হয়েছে । তা খুবই কম দেখা যায় । দেখুন, চিয়ান ও তু'র ওপর লেখা অক্ষর খুবই স্পষ্ট ।


1 2