v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-09-10 14:50:14    
থুং চি ইউনিভার্সিটি

cri

    শ্রোতা বন্ধুরা, শাংহাইয়ের থুং চি ইউনিভার্সিটি মাত্র তার এক'শতম জন্ম পূর্তী পালন করেছে। আজকের "আমার স্বপ্ন,আমার শিক্ষা" অনুষ্ঠানে থুং চি বিশ্ববিদ্যালয়ের তথ্য আপনাদের জানাচ্ছি। আমি ইয়াং ওয়েই মিং। আশা করি শ্রোতা বন্ধুরা সবাই ভাল আছেন।

    "নুং হাও। শুদ্ধ চীনা ভাষায় 'নি হাও'। বাংলা ভাষায় আসসালামু ওয়ালাইকুম। নুং ছা লা ওয়া? শুদ্ধ চীনা ভাষায় 'নি ছি লা মা?' বাংলা ভাষায় আপনি কি খেয়েছেন?"

    শাংহাই থুং চি ইউনিভার্সিটিতে চতুর্থ বর্ষে পড়াশোনাকারী বাঙ্গালী মেয়ে জিনাত আরা মিলি শাংহাইর আঞ্চলিক ভাষায় আমাদের বলছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছর চীনা ভাষা শেখার পর চীন সরকারের স্কলারশিপ পেয়েছে। সে ভেবেছে যে হয় তো পেইচিংয়ে পড়াশোনা করবে, কিন্তু এসেছে শাংহাইয়ে ।

    "প্রথমে আমি ভেবেছি যে আমি পেইচিং ল্যাংগোয়েজ এন্ড কালচরাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো। কিন্তু পরে দেখেছি যে আমি থুং চিতে ভর্তি হয়েছি। আমি খুব খুশি যে তারা এই কাজ করেছে। কারণ পরে বুঝলাম আমি শাংহাই খুব পছন্দ করি। এখানে পড়াশোনা করতে পারাই খুব গৌরব বোধ করছি"

    মিলি'র মতো শাংহাই থুং চি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকারী বিদেশী ছাত্রছাত্রীর সংখ্যা ২০০৬ সালের শেষ নাগাদ ২৪৫৮ হয়েছে। থুং চি বিশ্ববিদ্যালয়ের বিদেশী ছাত্রছাত্রী অফিসের উপ-প্রধান লিন দে লুং বলেছেন:

    "এখন থুং চি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকারী বিদেশী ছাত্রছাত্রীরা বিশ্বের ৯০টিরও বেশি দেশ থেকে এসেছে। এশীয় দেশ ছাড়া ইউরোপীয় দেশের মধ্যে জার্মান ও ফ্রান্চের ছাত্রছাত্রীই বেশি।"

    থুং চি বিশ্ববিদ্যালয় হলো চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। ১৯০৭ সালে থুং চি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। থুং চি মানে সহযোগিতা করে পরস্পরকে সাহায্য করা। বর্তমান থুং চি বিশ্ববিদ্যালয়ে মোট ৮২টি স্নাতক ডিগ্রী, ২০৯টি মাস্টার ডিগ্রী বিষয়, ৭৮টি ডক্টরেট ডিগ্রী এবং ১৬টি পোস্টডক্টরেট বিভাগ আছে। এখানে মোট ৫০ হাজারেও বেশি ছাত্রছাত্রী আছে। চীনের একটি গুরুত্বপূর্ণ গবেষণা কেন্দ্র হিসেবে এখানে জাতীয় ও প্রাদেশিক পর্যায়ের প্রধান লাইব্রেরী লেব্রুয়ারি ও গবেষণাগার মোট ১৪টি। থুং চি তার কনস্ট্রাকশন, সিভিল ইনজিনিয়ারিং, সমুদ্র, পরিবেশ, গাড়ি ও যোগাযোগ বিষয়ের জন্য বিখ্যাত।

    থুং চি বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক লি কুও ছিয়াং বলেছেন:

    "আমাদের লক্ষ্য হলো একটি বহুমুখি, গবেষণাযোগ্য এবং আন্তর্জাতিক বিখ্যাত বিশ্ববিদ্যালয় গঠন করা। জার্মানি'র সঙ্গে সহযোগিতা জোরদার করা ছাড়াও আমরা ফ্রান্স ও ইতালি'র সঙ্গেও সহযোগিতামূলক প্রকল্প চালাচ্ছি।"

 

    বর্তমানে চীন ও জার্মানি সরকারের অনুমতিতে থুং চি বিশ্ববিদ্যালয় ও জার্মানি একসঙ্গে চীন-জার্মান ইস্টিটিউট প্রতিষ্ঠান করেছে। বতর্মান থুং চি ফ্রান্সের একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা চালাতে মিলিতভাবে একটি ইস্টিটিউট স্থাপনের কাজ করছে।

    থুং চি বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের প্রতি দায়িত্বশীলতার জন্য বিখ্যাত। অনেক বিদেশী ছাত্রছাত্রী তাদের বন্ধুদের কাছ থেকে থুং চি বিশ্ববিদ্যালয়ের সুনাম শুনেছে তারপর পড়াশোনা করতে এসেছে। তুর্কী মেয়ে দিলেক তাদের মধ্যে একজন।


1 2