
ছিংহুয়া বিশ্ববিদ্যালয় শুধু তার শিক্ষাদান ক্ষেত্রের জন্য বিখ্যাত নয়, এবং দেশের গবেষণা কেন্দ্র হিসেবেও এটি উল্লেখযোগ্য। বিশ্ববিদ্যালয়ে মোট ৪৭টি গবেষণাগার, ২৯টি গবেষণা কেন্দ্র, ১৩টি জাতীয় পরিক্ষাগার এবং ২৭টি পোস্টডক্টরেল স্টেশন আছে। ম্যাম্পাসে মোট ইন্টারনেটসহ কম্পিউটার ৩০ হাজার। লাইব্রুয়ারির আয়ত্তন ৩৯ হাজার বর্গমিটার, এতে ৩৫ লাখ বই আছে।
ফ্রান্স থেকে ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের মাস্টার ডিগ্রী পড়তে আসা ছাত্র মার্টিন রেসনিয়র ছিংহুয়ায়ের গবেষণা ক্ষেত্রের নীতি সম্পর্কে নিজের মতামত প্রকাশ করেছেন:
"প্রতি সপ্তাহে একবার করে গবেষণা সংক্রান্ত অধিবেশন আয়োজনে করা হয়। এতে আমার সহকাঠীরা আমার গবেষণা বিষয়ের ওপর তাদের মতামত ব্যক্ত করে। এটা খুব ভাল একটি ব্যবস্থা। ছিং হুয়ায় গবেষণা করা আমার জন্য পড়াশোনার চেয়্ও গুরুত্বপূর্ণ, এতে আমি অনেক কিছু শিখেছি।"

1 2 3 4 5 6
|