চলচ্চিত্রের পরিচালক আন লান এবং তাঁর যুদ্ধ বিষয়ক চলচ্চিত্র "ইয়ে শি" (রাতের হামলা)
cri
যুদ্ধ বিষয়ক ছবি তৈরী করা খুব কঠিন। কিন্তু আন লান এতে খুব আগ্রহী। তিনি মনে করেন ছবি'র মাধ্যমে নিজের ধারণা প্রকাশ করতে পারা যায়। এমনকি নিজের স্বপ্নও বাস্তবায়ন করা সম্ভব হয়। এ কথা চিন্তা করতেও তার খুব আনন্দ লাগে। (ইয়াং ওয়েই মিং)