![]( /mmsource/images/2007/08/14/U529P18T90D39991F1526DT20040929160725.jpeg) ১লা আগস্ট হলো চীনের গণ মুক্তি ফৌজ প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী। এ দিন চীনের গণ মুক্তি ফৌজের উন্নয়নের ইতহাস সম্পর্কে অনেক চলচ্চিত্র সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। এর মধ্যে পরিচালক আন লানের নির্মিত জনপ্রিয় ছবি "ইয়ে শি"ও প্রদর্শিত হয়। ইয়ে শি এর অর্থ হচ্ছে রাতের অভিযান।
"ইয়ে শি" চলচ্চিত্রে ইতিহাসের একটি সত্যি কাহিনী বলা হয়েছে। বিংশ শতাব্দীর ৩০এর দশকে চীনের জাপান-বিরোধী যুদ্ধ চলার সময় চীনের গণ মুক্তি ফৌজের সাবেক সংস্থা-বা লু সামরিক বাহিনীর একটি রেজিমেন্টের কর্নেল ছেন সি লিয়েনের নেতৃত্বে এক রাতে উত্তর-পূর্ব চীনের ইয়াং মিং বিমান বন্দরে হামলা চালিয়ে ২৪টি জাপানী বিমান বিধ্বস্ত এবং ২০০ জন জাপানী সৈন্যকে হত্যা করার ঘটনাকে এই ছবিতে তুলে ধরা হয়েছে নিপুর্ণভাবে। এই চলচ্চিত্র ইতোপূর্বে নির্মিত যুদ্ধ বিষয়ক ছবিগুলো থেকে আলাদা। এই ব্যাপারে আন লান বলেছেন:
"চলচ্চিত্রের প্রতি দর্শকদের আকৃষ্ট করার জন্য আমি অনেক চেষ্টা করেছি। যেমন হাই-টেক ব্যবহার করা। সাধারণ মানুষকে বেশি গুরুত্ব দেয়া হলো এই ছবি'র একটি বৈশিষ্ট। যুদ্ধের সময় মানুষদের মনে কী কী ভাবনার উদয় হতো? কারণে তারা মাতৃভূমি'র জন্য জীবন উত্স্বর্গ করেছেন। এই বিষয়টির উপর আমি বেশি গুরুত্ব দিয়েছি।"
![]( /mmsource/images/2007/08/14/2006324102052737.jpeg)
1 2 3 4
|