৯০ দশকের প্রথম দিকে আসিয়ান দ্রুতভাবে উন্নত হয়েছে। আসিয়ান সার্বি কভাবে দেশী-বিদেশী সহযোগিতা চালানোর জন্য কৌশলগত সুযোগ পায়।
আসিয়ান অঞ্চলের একীকরণ ত্বরান্বিত করা, সম্পূর্ণ শক্তি উন্নত করা এবং সংহতি করার চেষ্টা করে। আসিয়ানের মুক্ত বাণিজ্য অঞ্চল ২০০২ সালের ১ জানুয়ারী মাসে আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যাতে আঞ্চলিক বাণিজ্যের শুল্কমুক্ততা বাস্তবায়ন করা যায়।
অভ্যন্তরীণ যোগাযোগ ও সংলাপ ব্যবস্থার ক্ষেত্রে আসিয়ান বেশী মনোযোগ দেয়। ধাপে ধাপে শীর্ষ সম্মেলন, পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন, স্থায়ী কমিটি, অর্থমন্ত্রী সম্মেলন, অন্য মন্ত্রী পর্যায় সম্মেলন, আসিয়ান সচিবালয়, বিশেষ কমিটি এবং লোক ও অর্ধেক-কর্তৃপক্ষসহ এক সাইটের কর্ম ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এ সব ব্যবস্থা আসিয়ানের অভ্যন্তরীণ সংহতি সংরক্ষণ করা, যথোচিত সদস্য দেশগুলোর মধ্যে জটিলতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার জন্য শক্তিশালী সহযোগিতা যুগিয়েছে।
1 2
|