v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-07 21:02:27    
তাইওয়ানের চলচ্চিত্র গান

cri

     বিংশ শতাব্দীর ৮০'র দশকের প্রথম দিকে তাইওয়ানের বিখ্যাত পরিচালক ইয়াং দে ছাং ও অন্য চার জন নতুন পরিচালকের সহযোগিতায় নির্মিত চলচ্চিত্র "সময়ের কাহিনী" হচ্ছে তাইওয়ানের নতুন চলচ্চিত্র আন্দোলনের সূচনা। ছবিটি চারটি অংশে বিভক্ত । বিংশ শতাব্দীর ৫০'র দশক থেকে ৮০'র দশক পর্যন্ত তাইওয়ানে সংঘটিত কাহিনীর ভিত্তিতে নির্মিত হয়েছে। এই চার অংশ যথাক্রমে প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, বিশ্ববিদ্যালয় ও সমাজের মানুষকে প্রধান চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে। তাঁদের বড় হওয়ার আনন্দ ও সময় চলে যাওয়ার দুঃখের কথা বলা হয়েছে।    

রো দা ইয়ো

     এখন আপনারা এই চলচ্চিত্রের মর্মগীতি "সময়ের কাহিনী" শুনছেন। গানটি তাইওয়ানের বিখ্যাত সংগীতশিল্পী রো দা ইয়ো রচনা করেছেন এবং গেয়েছেন। গানের কথা এমনি, বসন্তকালের ফুল, শরত্কালের বাতাস এবং শীত্কালের সূর্যাস্ত। হতাশাব্যঞ্জক যুবতী আমি অবচেতনভাবেই ভাবতাম এ সব কথা। সময় চার ঋতুর গান নিয়ে যায়। আমি প্রেমের কবিতার মধ্যে বড় হয়ে যাচ্ছি।"

      লি আন হচ্ছেন বিংশ শতাব্দীর ৯০'র দশকে তাইওয়ান চলচ্চিত্র মহলের প্রতিনিধিত্বকারী ব্যক্তি। তাঁর ছবিতে বিশ্বমুখীনতা বেশি। তিনি "খাবার সম্পর্কিত পুরুষ ও নারী" এবং "বিয়ের অনুষ্ঠান" এই দুটি ছবির জন্য আন্তর্জাতিক মঞ্চে সুনাম অর্জন করেন এবং তাইওয়ানের চলচ্চিত্রের দ্বিতীয় প্রজন্মের প্রতিনিধিত্বকারী ব্যক্তিতে পরিণত হন। একবিংশ শতাব্দীর প্রথম দিকে, লি আন হলিউড গিয়ে "শুয়ে থাকা বাঘ ও লুকিয়ে থাকা ড্রাগন" ছবিটি তৈরী করেন এবং চীনের চলচ্চিত্রকে অর্ভুতপূর্ব উচ্চ পর্যায়ে এনে দিয়েছেন। লি আন পাশ্চাত্য লোকদের পরিচিত চলচ্চিত্রের ভাষায় প্রাচ্যের একটি কুংফু কাহিনী রচনা করেছেন। ছবিটি ২০০১ সালের শ্রেষ্ঠ বিদেশী ভাষা চলচ্চিত্র, শ্রেষ্ঠ আলোকচিত্র, শ্রেষ্ঠ শিল্পকলা পরিচালক ও শ্রেষ্ঠ সংগীত পরিচালক এই চারটি অস্কার পুরস্কার পেয়েছে।

    (রেকর্ডিং --- শুয়ে থাকা বাঘ ও লুকিয়ে থাকা ড্রাগন )

    চীনের বিখ্যাত সুরকার থান তুন এই ছবির সংগীত পরিচালনা করেছেন। তিনি প্রাচ্যের সংগীত উপাদান ও পাশ্চাত্যের পদ্ধতি মিলিয়ে সাধারণ কুংফু চলচ্চিত্রের জন্য ভিন্ন আমেজে সংগীত সৃষ্টি করেছেন। নামকরা চেলোবাদক মা ইয়ো ইয়োর বাজানো চেলোর সুর পুরো চলচ্চিত্র জুড়ে রয়েছে। আবহ সংগীতে ব্যবহৃত সুর মন্থর ও বেদনাদায়ক। চেলো ও চীনের প্রাচীনকালের বাদ্যযন্ত্র গু ছিন ও বাঁশির সুরের সম্মিলনে সৃষ্টি সংগীতে একাকীত্ব ও হতাশা প্রতিফলিত হয়েছে।

(ইয়ু কুয়াং ইউয়ে)


1 2