v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-07 21:02:27    
তাইওয়ানের চলচ্চিত্র গান

cri

      বিংশ শতাব্দীর ৬০'র দশকে তাইওয়ানের অর্থনীতি উন্নয়নের সঙ্গে সঙ্গে সেখানকার চলচ্চিত্র শিল্প উন্নয়নের সুযোগও সৃষ্টি হয়েছে। সে সময় লেখিকা জো ইয়াওয়ের লেখা উপন্যাসের নাট্যরূপ দেয়া চলচ্চিত্রগুলো জনপ্রিয় হয়ে ওঠেছে। এ ধরণের চলচ্চিত্রের সংক্ষিপ্ত নাম দেয়া হয়েছে জো ইয়াও চলচ্চিত্র। জো ইয়াও হচ্ছেন তাইওয়ানের বিখ্যাত ঔপন্যাসিক। বিংশ শতাব্দীর ৬০ দশক থেকে তিনি শহুরে প্রেম বিষয়ক অনেক উপন্যাস রচনা করেছেন। তাঁর কল্পিত সৌন্দর্যবোধসম্পন্ন প্রেমের উপন্যাসও রয়েছে। উপন্যাসগুলোর প্রধান চরিত্ররা সবই সুন্দর ও প্রেমপূর্ণ। তাঁদের প্রেম জটিল ও উঠা-নামা হয়। জো ইয়াওয়ের সমস্ত উপন্যাস চলচ্চিত্রে পরিণত হয়েছে। তাইওয়ানের অনেক অভিনেতা ও অভিনেত্রী তাঁর চলচ্চিত্রের মাধ্যমে খ্যাতি পেয়েছেন। বলা যায়, জো ইয়াওয়ের চলচ্চিত্র খুব সুন্দর, পাত্রপাত্রীগণও খুব সুন্দর, সংগীতগুলোও মধুর।

জো ইয়াও

    এখন আপনারা "নদীর ওই পাশে" নামে জো ইয়াও চলচ্চিত্রের গান শুনছেন। জো ইয়াও চীনের প্রাচীনকালের কবিতার সাহায্যে তাঁর মনের অত্যুত্কৃষ্ট প্রেমের কথা বর্ণনা করেছেন। তাইওয়ানের বিখ্যাত গায়িকা তেং লি জুন আবেগপূর্ণ কণ্ঠে গানটি গেয়ে দর্শকদের গভীর সমাদর পেয়েছেন।

    বিংশ শতাব্দীর ৬০'র দশক থেকে তাইওয়ানের চলচ্চিত্র মহল স্বাস্থ্যবান ও বাস্তব পথে চলচ্চিত্র নির্মাণের তত্ত্ব উত্থাপন করেন। বিখ্যাত পরিচালক লি হাং তাইওয়ানের নতুন ধরনের গ্রামীন চলচ্চিত্র সৃষ্টি করেছেন। তিনি তাইওয়ানের চলচ্চিত্রের উন্নয়নের জন্য প্রযুক্তি ও সৌন্দর্য বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছেন। "ছোট নগরের কাহিনী" হচ্ছে পরিচালক লি হাংয়ের প্রতিনিধিত্বকারী চলচ্চিত্রের অন্যতম। এ ছবিটি একজন তরুণ ভাস্কর্যশিল্পী ও বোবা মেয়ের প্রেমের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে। তেং লি জুনের গাওয়া এই ছবির মর্মগীতি 'সোনার ঘোড়া' নামক তাইওয়ানের চলচ্চিত্র মহলের সর্বোচ্চ পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র গান নির্বাচিত হয়েছে। এখন পর্যন্ত এ গানটি ব্যাপকভাবে জনপ্রিয়। গানের সুরকার উং ছিং সি হচ্ছেন তাইওয়ানের বিখ্যাত চলচ্চিত্র সংগীতশিল্পী। তিনি বলেছেন, "পরিচালক লি হাং 'ছোট নগরের কাহিনী' চিত্রগ্রহণের সময় আমাদেরকে ডেকে গবেষণা করতেন। আমিও এসেছি। আমি ভেবেছি কি ধরনের সুর এই 'ছোট নগরের কাহিনী' নামের সঙ্গে সংগতিপূর্ণ হয়। আমি এই প্রথমবার সার্বিকভাবে একটি চলচ্চিত্রের সংগীতের পুরো দায়িত্ব বহন করেছি এবং তা খুব সাফল্যমন্ডিত হয়েছে। আমি সত্যি খুব খুশি।"

তেং লি জুন

    গানের কথা এমনি, "ছোট নগরে বহু গল্প রয়েছে। এর সবই সুখ-শান্তি ও আনন্দপূর্ণ। যদি তুমি এই ছোট নগরে এসো, তোমার অনেক লাভ হবে।" গায়িকা তেং লি জুনের গাওয়া "ছোট নগরের কাহিনী" গানটি হৃদয় স্পর্শী। আসুন, আমরা একসাথে এই গানটি শুনি।

1 2