v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-06 20:45:39    
পেইচিংয়ের নতুন ধরণের বিদ্যুত্--চালিত বাস ব্যবহৃত হচ্ছে

cri

  এ সমস্যা সমাধানের সঙ্গে সঙ্গে পেইচিং বিদ্যুত্-চালিত বাস ব্যবহারের প্রক্রিয়া দ্রুত উন্নয়নের সম্ভাবনাও রয়েছে। বর্তমানে বিদ্যুত্-চালিত গাড়ির প্রযুক্তি পেইচিংয়ের সাধারণ বাসে ব্যবহৃত হচ্ছে । পেইচিং ১২১ নাম্বর বাসে আমাদের সংবাদদাতা দেখেছেন যে, এ লাইনে মোট ২৫টি বাস বিদ্যুত্-চালিত গাড়ির প্রযুক্তি ব্যবহার করছে। যাত্রীরা তাকে স্বাগত জানিয়েছেন। একজন যাত্রী লিউ চেং বলেছেন:" এখন চীনে মিতব্যয়ী ও পরিবেশসুলভ সমাজ গড়ে তোলার চেষ্টা চলছে।আমি মনে করি, বিদ্যুত্-চালিত গাড়ির প্রযুক্তি ব্যবহার করা এ সমাজ প্রতিষ্ঠার জন্য অবদান রাখবে বলে অনুমান করা হচ্ছে।এটি পেইচিংয়ের পরিবেশ সুরক্ষা করা জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছে। পেইচিং শহরের সব গাড়িতে বিদ্যুত্-চালিত শক্তি ব্যবহার করলে , " পেইচিং অলিম্পিক গেমস--২০০৮" কে সফল করা এবং পেইচিং নাগরিকদের স্বাস্থ্যের জন্য বেশি কল্যাণ বয়ে আনা সম্ভব হবে।

  জানা গেছে, পেইচিংয়ে চলমান বাসের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার । ২০০৮ সালে এর সংখ্যা মোট ১৮ হাজারেরও বেশি হবে অনুমান করা হচ্ছে। পেইচিং শহর সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রতিশ্রুতি দিয়েছে যে, তখনকার প্রায় ৯০ শতাংশ বাসে সব দুষণমুক্ত জ্বালানি সম্পদ ব্যবহার করা হবে। একই সঙ্গে বিদ্যুত-চালিত গাড়ির সংখ্যা আরও ৮০০ থেকে ১০০০টিতে বাড়ানো সম্ভব হবে। এ কারণে, " পেইচিং অলিম্পিক গেমস----২০০৮" সত্যিকারভাবে একটি " সবুজ অলিম্পিক" হয়ে উঠবে ।

  গণ-পরিবহন ছাড়া, চীন সরকার বিদ্যুত্-চালিত গাড়ির প্রযুক্তি ব্যাপকভাবে বেসরকারী গাড়িতে ব্যবহার করার ব্যবস্থা নিয়েছে। বর্তমানে চীনের বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান বিদ্যুত্-চালিত গাড়ির প্রযুক্তিগত গবেষণার কাজ অব্যাহতভাবে চালাছে । পেইচিং তা সিং জেলার লি শি কুয়াং মিং গাড়ি ডিজাইনার কোম্পানির প্রধান লি কুয়াং মিং বলেছেন, এ কোম্পানিতে তৈরী করা নতুন ধরণের গাড়ির বৈশিষ্ট্য হচ্ছে পরিবেশ সুরক্ষা এবং জ্বালানি সম্পদের সাশ্রয় করা। এমন কি, এর তৈরীর ব্যয়ও খুব কম। তা পরিবার এবং ভ্রমণ করার ব্যাপারে প্রযোজ্য। তিনি বলেছেন:" আমরা এখন অন্যান্য গাড়ি উত্পাদনকারী কোম্পানির সহযোগিতার মাধ্যমে বাজারে সরবরাহ করার প্রস্তুতি নিয়েছি। তখন গাড়ির বার্ষিক মোট উত্পাদনের পরিমান প্রায় ৩০ বা ৫০ হাজারে দাঁড়বে বলে অনুমান করা হচ্ছে।"


1 2