v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-08-06 20:45:39    
পেইচিংয়ের নতুন ধরণের বিদ্যুত্--চালিত বাস ব্যবহৃত হচ্ছে

cri
  " সবুজ অলিম্পিক" হচ্ছে " পেইচিং অলিম্পিক গেমস----২০০৮"-এর একটি গুরুত্বপূর্ণ অংশ । এ ব্যাপারে চলমান পরিবেশ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য পেইচিং শহর বিভিন্ন ক্ষেত্রের প্রচেষ্টা চালাছে। মোটর গাড়িগুলোর গ্যাসের নিঃসরন কমানো হচ্ছে এ ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ। নানা ধরণের বর্জ্য পদার্থের নিঃসরন কমানো সম্পর্কে ব্যবস্থাগুলোর মধ্যে নতুন ধরণের দূষণমুক্ত জ্বালানি সম্পদ ব্যবহার করা নিঃসন্দেহ সবচে' শ্রেষ্ঠ উপায়। সম্প্রতি লিথিয়াম আয়ন নিয়ে গঠিত একটি নতুন ধরণের ব্যাটারি উত্পাদিত হয়েছে। তা বিদ্যুত্শক্তি সংরক্ষণে সময় খুব কম লাগে এবং কাজে লাগানোর সময় বেশ দীর্ঘ । এ ব্যাটারি পেইচিং বাসের উপর বসানো রয়েছে বলে পেইচিংয়ের বিদ্যুত্--চালিত বাস ত্বরান্বিত করার জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে।

  সবাই জানে যে, মোটর গাড়িগুলোর গ্যাসের নিঃসরন সমস্যা বায়ুমন্ডলকে বেশ ক্ষতিগ্রস্তকরে । বিদ্যুত্ --চালিত মোটর গাড়ির ব্যবহার বায়ুমন্ডলের দূষণ অবস্থা উন্নত করতে সক্ষম । তবে বিদ্যুত্ --চালিত মোটর গাড়ির উন্নয়নে একটি জটিল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । তা হলো সাধারণ ব্যাটারির বিদ্যুত্শক্তি সংরক্ষণের সময় অনেক বেশি এবং কাজে লাগানোর সময় বেশ কম ।সম্প্রতি এ নতুন লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত হওয়ার সঙ্গে সঙ্গে এ সমস্যা পুরোপুরি সমাধান করা হয়েছে। এমন কি, এ নতুন ধরণের বিদ্যুত্--চালিত বাসের মূল্য সাধারণ বাসের চেয়ে উল্লেখযোগ্য হারে কম। পেইচিং বিশ্ববিদ্যালয়ের নতুন জ্বালানি সম্পদ ও প্রযুক্তিগত পরীক্ষাগার বিষয়ক বিভাগের প্রধান ছি লু আমাদের সংবাদদাতাকে বলেছেন: " সাধারণ ব্যাটারি বাসের উপর বসানোর পর, ৫ ও ১০ ঘন্টার বিদ্যুত্শক্তি সংরক্ষিত থাকে তা শুধু মাত্র ১ শো কিলোমিটার পথ চলতে সাহায্য করে । বিপুল পরীক্ষানীরিক্ষার ফলাফল থেকে জানা গেছে, একটি ট্যাক্সির ১ শো কিলোমিটার দূরে যাতায়াত করতে হলে, মোট ১০ লিটার পেট্রোল লাগবে । এর মোট খরচ প্রায়৪০ বা ৫০ ইউয়ান। যদি বিদ্যুত্ --চালিত বাস ব্যবহার করে, তাহলে শুধু ৩ বা ৫ ইউয়ানের ব্যয় হবে । কারণ , এ ক্ষেত্রে মাত্র ৭ বা ১০ কিলোওয়ট বিদ্যুত্ লাগবে বলে অনুমান করা হচ্ছে।"

1 2