v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-07-17 19:19:14    
কাঠের পুতুলের তৈরীকারী পরিবার এবং তাদের তৈরী পুতুল

cri

    পুতুলটি ছোট হলেও তৈরী করতে অনেক সময় লেগে যায়। প্রথমে একটি ব্যক্তির মাথার আকার তৈরী করে তারপর তার চোখ মুখ সব তৈরী করতে হয়। প্রথমে তৈরী করে, এরপর বাইরে এক রকম বিশেষ হলুদ কাদা লেপ্টে দেয়া হয়। সবচেয়ে কঠিন কাজ হলো একটি কাঠকে জীবন দেয়া। যাতে তা একটি জীবন্ত প্রাণীর মতো দেখায়। সুই জু ছু বলেছেন:

    "ভাল কাঠ পুতুল তৈরী করতে চাইলে তার আকার দেখলেই যেন মনে হয় জীবন্ত। এমনই হওয়া উচিত। কারণ কাঠ তো প্রাণহীন জিনিস। ভেরতের গঠনের মাধ্যমে তাকে জীবন্ত করে তোলার চেষ্টা করা উচিত। এবং শিল্পীদের অভিনয়ের সঙ্গে সংযুক্ত করলে পুতুল যেন একটি জীবন্ত জিনিস হয়ে উঠে।"

    সুই জু ছু হলেন পরিবারের পুতুল তৈরীর ষষ্ঠ প্রজন্ম। ১০ বছর বয়স থেকেই পুতুল ভাষ্কর্যের কাজ শুরু করেছেন। ছোটবেলা তিনি ভাষ্কর্য চর্চার জন্য পরিবারের সকল কাঠ ব্যবহার করেছেন। রাতে বাতি ছিল না তাই তিনি কেরাসিনের দুর্বল আলোয় ভাষ্কর্য সৃষ্টির চর্চা করতেন। কেরাসিন পুড়িয়েছে তাঁর চুলউ তিনি টের পাননি। তিনি ৬০০ রকম পুতুল তৈরী করেছেন এবং ১০০টিরও বেশি দেশে গিয়ে নিজের একক প্রদর্শনীর আয়োজন করেছেন। গত বছরে তার তৈরী পুতুল চীনের "অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার তালিকায়" অন্তর্ভূক্ত হয়েছে। চলতি বছরে তিনি পুতুল তৈরীর প্রতিনিধি হিসেবে সম্মান পেয়েছেন।

    এটা হলো জাং চৌ পুতুল নাটক অভিনয়ের আওয়াজ। ১৯৯৬ সালে জাং চৌ জু ছু পুতুল যাদুঘর প্রদর্শনী শুরু করেছে। এখানে প্রাচীণকালের পুতুল এবং জু ছু পুতুলের প্রদর্শনী হয় এবং বিভিন্ন পুতুল নাটক দেখানো হয়। তা এখন জাং চৌ শহরের একটি বিশেষ দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।


1 2 3