কাঠের পুতুল হলো কাঠের ভাষ্কর্য পুতুল। এই শিল্পের চীনে কয়েক হাজার বছরের ইতিহাস রয়েছে। এই পুতুল শিশুদের খেলনা হতে পারে এবং মঞ্চে অভিনয়ের চরিত্রও হতে পারে। "জু ছু"পুতুল হলো ব্যাগ পুতুলের এক রকম। কেন ব্যাগ পুতুল নামটি হয়েছে, তা নিয়ে সুই জু ছু বলেছেন:
"ব্যাগ পুতুল খুব ছোট। কারণ আগে ফু চিয়েনের যোগাযোগ ব্যবস্থা ভাল ছিল না। এবং অধিকাংশ পুতুল খেলা গ্রামাঞ্চলে অনুষ্ঠিত হতো। আগে পুতুল শিল্পীরা বুকে একটি ব্যাগ ঝুলিয়ে পুতুলটি তার ভেতরে রাখতো। তাই তাকে ব্যাগ পুতুল বলা হয়। ব্যাগ পুতুল সাধারণত আঙ্গুল দিয়ে তাকে বিভিন্ন দিকে পরিচালনা করা যায়।"
1 2 3
|