v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-20 20:45:33    
চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমানের দেয়া সাক্ষাত্কারের চতুর্থ অংশ

cri

  প্রঃ আপনি খুব ভালো উত্তর দিয়েছেন। অবশেষে আমি জানতে চাই, গত কয়েক বছর আপনি তো আমাদের সাহায্য করেছেন এবং আমাদের অনুষ্ঠানের উন্নয়নের জন্য আমাদের অনেক ভালো ভালো প্রস্তাবও দিয়েছেন। এখন আমাদের সি আর আই এর বাংলা অনুষ্ঠানের ব্যাপারে আপনার মূল্যায়ন কি? আপনি দয়া করে বলবেন?

 উঃ আমিতো চীনে সাড়ে তিন বছরের মত আছি। এই সাড়ে তিন বছরে আমি সি আর আইকে অনেক কাছে থেকে এবং গভীরভাবে দেখতে পেরেছি। সি আর আই ইজ এ গ্রোয়িং অর্গানাইজেশন, ষ্পেশালী বাংলা সেকসন। আমি সি আর আই'র কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে। যখনই আমি সি আর আইকে আমন্ত্রণ করেছি, আপনারা আমার আমন্ত্রণ গ্রহণ করেছেন। সেটা কোন অফিসিয়াল ফাংশনে হোক আমার বাসায় হোক, বা বাংলাদেশের কোন অনুষ্ঠানে হোক। একদম স্বতস্ফুর্তভাবে আপনারা এসেছেন। এটাতে আপনাদের আন্তরিকতা আমি বুঝতে পারি এবং এটা আমার একটা ইভালুয়েমন যে আপনারা খুব আন্তরিক আমাদের প্রতি।

 দুই নম্বর হলো , সি আর আই যে গ্রোয়িং অর্গানাইজেশন, এটা বোঝা যায় যে, আপনাদের সময়সীমা আগে ছিল আধ ঘন্টা করে। এখন এটা বাড়িয়ে আপনারা এক ঘন্টা করেছেন। এর থেকেই বোঝা যায় যে, আপনাদের জনপ্রিয়তা বাড়ছে। আপনারা চিঠিও অনেক পান শ্রোতাদের কাছ থেকে। চিঠির সংখ্যাও অনেক বেড়ে গেছে। এর থেকেই বোঝা যায় যে, আপনারা একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন। আমার আরও ভালো লাগে যে, আপনাদের ওয়েবসাইট, শুধু এখানে নাই, আমাদের বাংলাদেশী নিউজ পেপার ডেইলীষ্টারের ওয়েব সাইটের সাথেও আপনাদের সি আর আই'র ওয়েব সাইট। রোজ সকালে আমি যখন পত্রিকা পড়ি ডেইলীষ্টার ইন্টারনেট থেকে আমি আপনাদের ওয়েবসাইট দেখি । কী লিখলেন, কী কী হচ্ছে চীনে এটা আমি বাংলাতে পড়ে ফেলতে পারি। এ থেকে দেখা যাচ্ছে যে, বিভিন্ন দিকে বিভিন্নভাবে আপনারা কাজ করছেন। আমি কিন্তু খুশী এ জন্যে। এবং বাংলাকে আপনারা যে তুলে ধরছেন এর জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। এটা খুবই ভালো। এর মাধ্যমে দু'দেশের সম্পর্কের ওপর আপনারা ভালো প্রভাব ফেলতে পারেন। তো ফেলছেনও আপনারা। তো এইসব নতুন দিকে নতুন জিনিস ঘটতে পারে নতুনভাবে তা আমি মনে করি। কমিউনিকেশন বিটুইন দ্যা টু পিপল, টু গ্রুপস অব অর্গানাইজেশনস অব টু কান্ট্রিজ। এটাকে অনেক কাছে আনতে আপনাদের একটা সাংঘাতিক রোল রয়ে গেছে। যেহেতু আপনারা বাংলায় প্রচার করেন , ফলে আমাদের লোকেরা খুব সহজেই বুঝতে পারবে কী হচ্ছে চীনে। আমি শুধু আপনার সি আর আইকে নয়, আমি আপনাদের বাংলা বিভাগের যত কর্মী আছেন, যারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়েছেন , ওনাদেরকেও আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। ওনারাও আমাকে সবসময় সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন , এবং আমি খুব খুশি যে , ওনারা এটা করেছেন আমাদের সাথে।

 প্রঃ আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 উঃ আপনাকেও। অনেক কষ্ট করে আজ সকালে ট্রাফিক জ্যামের মাঝখানে এসেছেন ঠিক সময় মত আমার সাথে আলাপ করার জন্যে।


1 2