
বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন প্রচুর কর্মক্ষম জনশক্তি সেখানে অংশ নেয়ার আকর্ষণ করেছে। এর মাধ্যমে সৃষ্টি কর্মসংস্থানের সুযোগ চীনের বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও বিদেশে ডিগ্রীপ্রাপ্ত চীনা ছাত্রছাত্রীরা অংশ নেয়ার আকর্ষণ করে। অনেক এ বছরে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ছাত্রছাত্রীরা 'তৃতীয় জাতীয় বেসরকারী শিল্প-প্রতিষ্ঠান কর্মসংস্থানের সুযোগ পাওয়ার জন্য সপ্তাহিক তত্পরতায়' অংশ নেয়। দক্ষিণ চীনের কুয়াংচৌ শহরের স্কলার চু ছেংলিন মনে করেন, বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোয় অংশ নিয়ে আরো উন্নয়নের সুযোগ পাবে। তিনি বলেছেন,
(রে ৩)
'বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোয় আমি দ্রুতভাবে উন্নত হবো এবং আরো বেশি সুযোগ পাবো।'
বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলো নিজের আবেদন জানিয়েছে। থিয়াংচিন শহরের এক কোম্পানির মাদাম ছুয়ান বেশির ভাগ বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলেছেন,
(রে ৪)
'আমরা দেখতে পারি যে, এখন পর্যন্ত একশোরও বেশি মানুষ আমাদের কোম্পানিতে কর্মসংস্থানের সুযোগ পেতে চায়। কিন্তু আমরা শুধু ৩০ থেকে ৫০ পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ দিবো। আমরা প্রধানত তাঁদের সামর্থ্যের ওপর গুরুত্ব দিবো। এ ছাড়া তাঁদের উচিত আমাদের কাজ পছন্দ করা। শুধু এ মানুষ এ কাজে আগ্রহী রয়ে, আমরা তাদেরকে কর্মসংস্থানের সুযোগ দিবো।'

পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৬ সালে চীনে ১.২ মিলিয়নেরও বেশি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রী কর্মসংস্থান পায় নি। এছাড়া এ বছরে স্নাতক ছাত্রছাত্রীর সঙ্গে ২০০৭ সালে মোট ৬ মিলিয়নেরও বেশি বিশ্ববিদ্যালয়নের স্নাতক ছাত্রছাত্রী কর্মসংস্থানের সুযোগ খোঁজবে। বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এ অবস্থা প্রশমিত করবে। এ সম্বন্ধে চীনের জাতীয় শিল্প-বাণিজ্যিক ফেডারেশনের চেয়ারম্যান চে ফিং মনে করেন, বেশি কর্মক্ষম জনশক্তি বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোয় অংশ নেলে, এসব শিল্প-প্রতিষ্ঠানের সাংস্কৃতিক মানদন্ড উন্নত হবে। পাশাপাশি ব্যাপক বিশ্ববিদ্যালয়ের স্নাতক কর্মসংস্থানের সুযোগ পাবে। এ ফলে উভয়ের সম্মানবিজয় বাস্তবায়িত হবে। তিনি বলেছেন,
(রে ৫)
'বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীরা বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোয় কর্মসংস্থানের সুযোগ পাওয়া, বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলো উন্নয়নের ত্বরান্বিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদেরকে নিজের মূল্য বাস্তবায়নের সুযোগ সরবরাহ করা হয়েছে।'
চে ফিং চেয়ারম্যান আরো বলেছেন, জাতীয় শিল্প-বাণিজ্যিক ফেডারেশন আরো বেশি এ ধরণের তত্পরতা আয়োজন করবে এবং মাধ্যমে উত্কৃষ্ট বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও মোনযোগ বর্ণনা করবে। যাতে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্রছাত্রীদেরকে বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোয় কর্মসংস্থান খোঁজার উত্সাহ দেয়া যায়।
সংশ্লিষ্ট সংস্থার পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৭ সালে চীনের কর্মসংস্থানের সুযোগ পাওয়ার ক্ষেত্রে বিসাল চাপ রয়েছে। বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলো এ ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবে এবং আরো বেশি মানুষকে কর্মসংস্থানের সুযোগ সরবরাহ করবে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এতোক্ষণ আপনারা অর্থনীতির অগ্রযাত্রা নামক সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠানটি শুনলেন। আপনারা ভাল থাকুন, সুস্থ্য থাকুন। আশা করি, আপনারা আগামী সপ্তাহে আবার এ সময়ে আমাদের অনুষ্ঠানটি শুনবেন। আবার কথা হবে। 1 2
|