v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-14 16:04:48    
বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলো চীনা নাগরিকদেরকে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ সরবরাহ করে

cri

 

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন, এখন সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান "অর্থনীতির অগ্রযাত্রা", পরিবেশন করছি আমি ইলিয়াস খান।

    বন্ধুরা, বর্তমানে চীনের বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলো দ্রুত উন্নত হচ্ছে এবং ক্রমান্বয়ে কর্মসংস্থানের সুযোগ সরবরাহের প্রধান প্রণালীতে পরিণত হচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রতি বছরে বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলো ৫০ থেকে ৬০ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সরবরাহ করেছে। এটি প্রায় শহর ও জেলার নতুন কর্মসংস্থানের চার ভাগের তিন ভাগ। সেজন্য বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোর ওপর অধিক থেকে অধিকতর সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। এবারের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে এ সম্বন্ধে কিছু বলবো।

    পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৬ সালের শেষ দিক পর্যন্ত চীনের বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানের সংখ্যা ৩কোটির বেশি। এসব বেসরকারী শিল্প-প্রতিষ্ঠান প্রতি বছরে ৫.৫কোটি ইউয়ান রেনমিনবির কর আদায় করে। বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন চীনের নাগরিকদেরকে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সরবরাহ করে। তারা কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রধান প্রণালীতে পরিণত হচ্ছে।

    উত্তর চীনের থিয়ানচিন শহরের হোফিং ডিস্ট্রিক্টের লি লানইউন ১৯৯৪ কর্মচ্যুতি হওয়ার পর বেচী-সিটারের কাজ থেকে এখন নিজের পরিবার সেবা কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে, এ 'লানথু' নামক কোম্পানির এক বিলিয়ন ইউয়ান রেনমিনবির স্থির পুঁজি রয়েছে এবং প্রতি বছরে ব্যবসার মূল্য ৪ বিলিয়ন ইউয়ান। লি লানইউন থিয়ানচিন শহরের বিখ্যাত্ বেসরকারী শিল্পপতি পরিণত হন। তিনি বলেছেন,

    (রে ১)

    '৬শোরও বেশি কর্মচ্যুত শ্রমীক আমার কোম্পানিতে আবার কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। আমিও একজন কর্মচ্যুত শ্রমীক ছিলাম। আমি আরো বেশি কর্মচ্যুত শ্রমীককে কর্মসংস্থানের সুযোগ দিব। আমরা একসাথে আমাদের ব্রত উন্নয়ন করবো।'

    লি লানইউনের সাফল্য চীন সরকারের উত্সাহী নীতির সঙ্গে সম্পর্কিত। সাম্প্রতিক কয়েক বছরে, চীনের বিভিন্ন অঞ্চলের সরকার পুনর্কর্মসংস্থান বিষয়ক সেবা কেন্দ্র প্রতিষ্ঠা, কর আদায় কমানো ও ক্ষুদ্র ঋণ দানের গ্যারান্টিসহ ধারাবাহিক ব্যবস্থা নিয়ে স্বকীয় উদ্যোগের উন্নয়ন সমর্থন করে ও উত্সাহ দেয়। পাশাপাশি ভূমির ব্যবহার, শিল্প-বাণিজ্যিক নিবন্ধন, কর আদায়ের কমানো এবং খন্ডিত ও বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলো সরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে অংশ নেয়াসহ বিভিন্ন ক্ষেত্রের অগ্রাধিকার ব্যবস্থা নিয়ে বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের উত্সাহ দেয়। এসব ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে লি লানইউনের মত লোকদেরকে বাস্তবায়িত সমর্থন করা এবং বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোর শ্রমীকদের জীবনযাত্রা উন্নত হয়েছে।

 

    সরাসরি ব্যবস্থা ছাড়া, চীন সরকার বিভিন্ন তত্পরতার মাধ্যমে বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোকে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর সাহায্য দিয়েছে। সম্প্রতি, চীন সরকারী ও সামাজিক সংস্থা যৌথভাবে সারা দেশে তৃতীয় জাতীয় বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানের কর্মসংস্থানের সুযোগ পাওয়ার জন্য সপ্তাহিক তত্পরতা আয়োজন করেছে। শুধু থিয়ানচিন শহরে এহাজারেরও বেশি বেসরকারী শিল্প-প্রতিষ্ঠান এবারের তত্পরতায় অংশ নেয়। থিয়ানচিনের জুনআন কোল টার (coal tar) শিল্প কোম্পানির একজন কর্মকর্তা মাদাম লিউ বলেছেন, এ ধরণের তত্পরতা আয়োজনের ফলে লোকেরা আরো ভালভাবে বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোকে সমঝোতা করতে পারবে এবং আরো বেশি কর্মক্ষম জনশক্তি বেসরকারী শিল্প-প্রতিষ্ঠানগুলোয় অংশ নেবে। যাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যায়। তিনি বলেছেন,

    (রে ২)

    'শিল্প-প্রতিষ্ঠানগুলো এ ধরণের তত্পরতা পছন্দ করে। এ ধরণের পদ্ধতিতে আমারা ব্যাপকভাবে কর্মক্ষম জনশক্তি নিজের শিল্প-প্রতিষ্ঠানে সংগ্রহন করতে পাবো। এ ফলে আমাদের অনেক সময় সাশ্র হবে। আমাদের শিল্প-প্রতিষ্ঠান উন্নয়নের ত্বরান্বিত হবে।'


1 2