হুয়াং ই তার সংগীতে বিশেষ ধরনের আমেজ রয়েছে। তার চেহারা খুব সুন্দর। কিন্তু তার কথা ও অভিব্যক্তিতে রয়েছে ব্যক্তিত্বের প্রাবল্য ও সাহসের ছাপ। তরুণ-তরুণীরা তাকে খুবই পছন্দ করে। আচ্ছা, এখন শোনা যাক হুয়াং ই তার সেই গান 'সেই মেয়ে'। এ গানটি তার সবচে' জনপ্রিয় এলবাম 'সর্বশেষ পরিবেশনা' থেকে বাছাই করা হয়েছে।

(৩)
গানটিতে একজন ব্যর্থ প্রেমিক-এর প্রেমিকার কাছ থেকে পাওয়া দুঃখ, উত্কণ্ঠা ও হতাশ মনের গন্ডি থেকে বেড়িয়ে, নতুন প্রেমে জড়িয়ে পরার কথা বর্ণনা করা হয়েছে। গানের কথা হলঃ বেশ কয়েক বছর চলে গেছে, সেদিন ছিল বৃষ্টির দিন। নীল আকাশ আর বর্ণহীন মাটি ছিল যেন নিঃসঙ্গতার ভরা। একটিদিন একদিন পৃথিবী পরিবর্তিত হয়ে যায়। আমি বিশ্বাস করি, সেই মেয়ে সত্যিই আমাকে আজও ভালোবাসে। তার উষ্ণতা আমাকে সত্যিই অভিভূত করেছিল।
আচ্ছা বন্ধুরা, এখন আমরা এক সঙ্গে মালয়েশিয়ার শিল্পী তাই পেই নি'র গাওয়া 'একজন যাত্রীর সুটকেস' শিরোনামের জনপ্রিয় গানটি শুনবো। গানের নাম থেকেই আমরা বর্তমান পৃথিবীর আধুনিক নারী সমাজের অবাধ ও সহজ জীবন যাত্রার বিষয়টি অনুভব করতে পারি। গানের হাল্কা মেজাজের সুর ও আনন্দময় ছন্দ আপনাদের কান ও হৃদয়ে এনে দেবে ভালো লাগার ক্লন্তি হীন আনন্দ।

(৪)
গানের কথা হলঃ আমি একা টোকিও'র লোহা বুরুজে গিয়ে রাতের আকাশকে ও শহরকে দেখতে চাই। আমি একাকী ভেনিসে গিয়ে পছন্দের কোন সিনেমা দেখতে চাই। আমি একাকী নিউইয়র্কে গিয়ে তুষার দেখতে চাই। আমি একাই প্যারিসে গিয়ে কফি খেয়ে এতদিনা না দেখা সেই চিঠিটি লিখতে চাই। আমি বান্ধনহীন ভ্রমণে বেড়িয়ে পরতে চাই।

প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের দেশী-বিদেশী কয়েক জন শিল্পীর গান শোনালাম। নিশ্চয়ই গানগুলো ভালো লেগেছে এবং আপনাদের সময়টাও ভালো কেটেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থেকে গানগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আমার সহকর্মী খোং চিয়া চিয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ। 1 2
|