v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-12 14:27:56    
'তোমাকে বলতে চাই'সহ কয়েকটি গান

cri

 

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি আ.বা.ম. ছালাউদ্দিন, সুদুর পেইচিং থেকে আপনাদের জানাচ্ছি একরাশ ফুলেল শুভেচ্ছা।

    ২০০০ সালে তাইওয়ানের শিল্পী হো রুন তোং প্রকাশ করেছেন তার প্রথম এলবাম 'তোমার ভালোবাসার অভাব উপলব্ধি করছি' । চলতি বছরের প্রথম দিকে তিনি আরেকটি নতুন এলবাম প্রকাশ করেছেন। অনুরাগীদের প্রত্যাশার ভেতর তিনি আবার নিজেকে খুঁজে পেয়েছেন সূরের ভূবনে।

(১)

    এখন আপনারা যে গান শুনছেন, তা হলো হো রুন তোং-এর নতুন এলবামের প্রধান গান 'কালো পাখা'। গানের কথা হলঃ আমার যেন আর কোন শক্তি নেই। তোমার সুন্দর ভালোবাসার উপহারের কথা আজও আমি ভুলতে পারি নি। তোমার স্বপ্নের দেশে আমি তো রাজা হতে চাইনা। ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই। তোমার তো নিজের কালো পাখা আছে, তুমি কি পারো না আমার হৃদয় স্বর্গে উড়ে বেড়াতে। হয়তো পারো। হয়তো ইচ্ছে করনা। গানটিতে হো রুন তোং একজন সবল পুরুষের দরাজ কণ্ঠের সুক্ষ শিল্পশৈলীর মধ্য দিয়ে গভীর ভাবাবেগকে ফুটিয়ে তুলেছেন হৃদয়ের উষ্ণতা দিয়ে।

    বন্ধুরা, আসুন তাহলে আমরা এক সঙ্গে হো রুন তোং-এর নতুন এলবামের শিরোনামের গান 'তোমাকে বলতে চাই' শুনি। এটা হচ্ছে কিছুটা কবি গানের মতই। তবে এ গানে শিল্পী শুধু প্রশ্নের উত্তরগুলো দিয়ে গেছেন। গানের সুর সুখময় ও রোমান্টিক। শব্দগুলো যেন হীরের ধারের মত। করুণভাবে তা ছুঁয়ে যায় অন্তঃস্থল। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় শিল্পী চাং না লা ও হো রুনতোং-এর মধ্যে গায়কী ও গায়নে খুঁজে পাওয়া যায় গানের গভীরতায় মিশে থাকা উষ্ণ ও এক রোমান্টিক আমেজ, যা মনকে অন্দোলিত করে।

(২)

    গানের কথা হলঃ তোমাকে খুঁজে পাওয়ার কোন সূত্রই এখন আমার নেই। অস্তিত্বহীন আমি আর আনন্দ অনুভব করিনা। সারাক্ষণই আমার দু'হাতে তোমাকে আলিঙ্গন করতে চাই। গভীর রাতে তোমাকে ছুঁয়ে আনত কণ্ঠে আমি তোমাকে বলতে চাই। তোমাকে ছাড়াতো আমি বেঁচে থাকতে পারি না। তুমি কি পারো না আমার কাছে থেকে যেতে নাকি চাও না। আগামী শতাব্দীর শেষ নাগাদ আমরা নাহয় থাকলাম সঙ্গী দু'জন দু'জনায়?

    এতক্ষণ আপনারা শিল্পী হো রুন তোং-এর নতুন এলবামের দুটো প্রধান গান শুনলেন। এখন আমি আরো দু'জন শিল্পীর গান আপনাদের শোনাবো। তারা হচ্ছেন সিঙ্গাপুরের হুয়াং ই তা ও মালয়েশিয়ার তাই পেই নি।


1 2