(চীণের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রশাসক চেং ইনছুয়ান)
খবরে প্রকাশ, মধ্য চীনের পুঁজিবিনিয়োগ ও বাণিজ্যিক মেলায় বহুজাতিক গোষ্ঠীগুলো মোট ৮৫কোটি ইউয়ান রেনমিনপির স্বাক্ষর করেছে। অংশগ্রহণকারী দেশী ও বিদেশী ব্যবসায়ীরা যন্ত্রের তৈরী, কয়লা শিল্প, ধাতু শিল্প, গাড়ীর অংশ, জ্বালানী সম্পদ, কাঁচা মাল, কৃষি আর পশুপালন শিল্প ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসার ১০হাজারেরও বেশি পরিকল্পনা প্রকাশ করেছে।
চিলির ক্যাপেল কোম্পানির চু চিয়ে সংবাদদাতাদের কাছে বলেছেন, তাঁদের কোম্পানি প্রধানত লাল ওয়াইন বিক্রী করে। তাঁর কোম্পানি আশা করে, এবারের মেলায় মধ্য চীনে এ কোম্পানির যথাযথ পরিবেশক খুঁজে পাওয়া যাবে। তিনি বলেছেন, বর্তমানে কোম্পানির নেতারা চেংচৌর একটি ওয়াইন কারখানার সঙ্গে প্রাথমিক সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, মধ্য চীনের শহরগুলো উন্নয়নের সুযোগ প্রচুর। তিনি বলেছেন, 'লাল ওয়াইন বিদেশে খুবই জনপ্রিয়, কিন্তু চীনে বিশেষ করে মধ্য চীনের নাগরিকদের লাল ওয়াইন খাওয়ার রেওয়াজ নেই। সেজন্য এখানে বাজারের আকার খুবই বড়। কারণ মধ্য চীনে পাশ্চাত্য দেশগুলোর খাবারের রেস্টুরেন্টে এক বোতলের দাম প্রায় ২ ও ৩ শো ইউয়ান রেনমিনপি।'
1 2 3 4 5 6
|