
(চীনের বাণিজ্যমন্ত্রী বো সিলাই উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন)
অন্যান্য অঞ্চলের চেয়ে, মধ্য চীনে কোনো কোনো ক্ষেত্রে সত্যিই সুবিধা রয়েছে। এখানে শ্রমিক শক্তির খরচ শুধু পূর্বাঞ্চলের শতকরা ৬০ ভাগ। কিন্তু প্রচুর উত্কৃষ্ট শ্রমিক শক্তি আছে। শিল্প ব্যবহৃত ভূমিও পূর্বাঞ্চলের ১.৪ গুণ। সেজন্য, অনেক বিদেশী ব্যবসায়ী এখানের ওপর সজাগ দৃষ্টি রেখে।
জার্মানীর মেট্র কোম্পানি হল বিশ্বের একটি বৃহত্তম খুচরো ব্যবসায়ী। চীনে মেট্রোর গণ সম্পর্ক বিভাগের পরিচালক হুয়াং চিয়ে সংবাদদাতাদের কাছে বলেছেন, বহুজাতিক খুচরো গোষ্ঠীর জন্য মধ্য চীনের পণ্যদ্রব্য গুনমান ভাল কিন্তু মূল্য কম। এটি কোম্পানির বাজারের প্রতিদ্বন্দ্বিতার উন্নয়নের ক্ষেত্রে কল্যাণকর হয়। তিনি বলেছেন, 'মধ্য চীনের অঞ্চল বিশেষ করে হোনান ও হুনান হল কৃষির জন্য বৃহত প্রদেশ। সেখানে সমৃদ্ধ কৃষিপণ্য ও কাঁচা এবং পাকা খাদ্য আছে। আমরা এবার একটি শক্তিশালী ক্রেতা দল পাঠিয়েছি। আমরা আশা করি, মাংস, ফল ও সবজি কেনার ক্ষেত্রে সরাসরিভাবে সরবরাহকারী ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে সহযোগিতা এবং যৌথভাবে একটি খাদ্য উত্পাদিত লাইন প্রতিষ্ঠা করবো।'
1 2 3 4 5 6
|