
(সংগীত-৩)
তাইওয়ানের চারজন সুদর্শন ছেলে মিলে সঙ্গীতদল 'ফেই লুন হাই' গঠন করেছেন। ২০০৬ সালের সেপ্টেম্বর তারা তাদের গীত প্রথম এলবাম 'ফেই লুন হাই' প্রকাশ করেছেন। এলবামে বিভিন্ন স্টাইলের গান রয়েছেঃ জনপ্রিয়, রোমান্টিক আর এন্ড বি এবং নৃত্য সঙ্গিত।
(সংগীত-৪)

এখন আপনারা যে গান শুনছেন, তার নাম 'আমার তারণ্য আছে'। গানটিতে তরুণ-তরুণীদের প্রকৃতির কথা জোর দিয়ে বলা হয়েছে। ঠিক গানের কথার মতোঃ যখন আমার দৃষ্টি তোমার দৃষ্টির সঙ্গে মিলে যায়। তখানই আমি নিজের প্রকৃতিতে তোমাকে দেখাতে চাই। আমি তারণ্যদীপ্ত হয়ে উঠি, আমি অন্যান্য মানুষের মত একই রকম হতে চাই না।
যদিও 'ফেই লুন হাই' এই সঙ্গীত দল এখনো জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেনি, তবু তারা প্রকৃতি ও পরিবেশের কথা ছড়িয়ে দেয় গানের কথায় ও সুরে। আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে গেছি, এখন আমরা এক সঙ্গে ফেই লুন হাই'র আরেকটি গান শুনবো। গানটিতে প্রেমে ব্যর্থতার দুঃখের কথা বর্ণনা করা হয়েছে।

(সংগীত-৫)
প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমি আপনাদের চীনের কয়েক জন শিল্পীর গান শোনালাম। অবশ্যই আপনাদের সময় ভালো কেটেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থেকে গানগুলো শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আমার সহকর্মী খোং চিয়া চিয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ। 1 2
|