v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-22 12:05:09    
'গরমকালের তুষার'সহ বিভিন্ন গান

cri

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি আ.বা.ম. ছালাউদ্দিন, সুদুর পেইচিং থেকে আপনাদের জানাচ্ছি একরাশ আন্তরিক শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের চীনের মূল-ভূভাগের কয়েকজন শ্রেষ্ঠ শিল্পী ও তাদের শিল্প-কর্ম সম্পর্কে কিছু কথা বলবো ও তাদের গান শোনাবো।

    ২০০৭ সালের প্রথম দিকে, মালয়েশিয়ার শিল্পী আ নিউ তার নতুন এলবাম 'প্রতিদিনই বলি ভালোবাসি তোমাকে' প্রকাশ করেছেন। এলবামটিতে আ নিউ তার সুকণ্ঠ দিয়ে লোক সঙ্গীতকে বিনয় ও আনন্দের একটি পরিমিত স্টাইলে সৃষ্টি করেছেন। সবচেয়ে সহজ ও সাবলীল সুরে সুরে তিনি জীবনের হাসিখুশি ও উত্কণ্ঠার কথা লিপিবদ্ধ করেছেন।

(সংগীত-১)

    এখন আপনারা যে গান শুনছেন, তা আ নিউ'র নতুন এলবামের শিরো নামের গান 'প্রতিদিনই বলি ভালোবাসি তোমাকে'। গানটিতে আ নিউ মালয়েশিয়ান ভাষায় 'ভালোবাসার কথা বলেছেন' সুরের ঝর্ণা চেলে। পুরো গানটি মিষ্টি ও রোমান্টিক আমেজে ভরপুর। আ নিউ আশা করেন এই গানের মধ্য দিয়ে তিনি সবাইকে তার নিজেদের ভালোবাসার কথা প্রকাশে উত্সাহিত করতে সক্ষম।

    আ নিউ'র গানে লোক সঙ্গীতের কারুকার্য রয়েছে। এর পাশাপাশি গানের সুরও জনপ্রিয় হয়ে যায় সহজেই। অনুরাগীরা তার গানগুলো খুব পছন্দ করে। আচ্ছা, তাহলে এখন শুনুন তার নতুন এলবামের অন্য একটি গান 'পেইচিংয়ের চাঁদ'। এটা হচ্ছে গৃহে প্রিয়জনের কাছে ফিরে যাবার অনুভূতি প্রকাশ করার গান। শ্রুতিমধুর এ গান আনন্দ বিধুর ভাব সৃষ্টি করেছে। আ নিউ'র গাওয়া সাবলীল ও সরলতাপূর্ণ। মানুষ তার গান মুদ্ধ হয়ে শোনে।

(সংগীত-২)

    গানের কথা হলঃ পেইচিং-এর চাঁদ এতো গোল। জানালার বাইরের আকাশ যেন থির হয়ে আছে একাকী। আমি চাঁদ দেখি আর তোমার পেলবমূখাবয়ব আমার চোখে ভাসে। আমি আশা করি কনকচাঁপা রঙের চাঁদ তোমার চেহারাটাকে আরো উজ্জ্বল ও উষ্ণ করে তুলবে। পূর্নিমায় যখন চাঁদ গোল হয়ে জ্বলবে, ঠিক তখন আমি তোমার কাছে ফিরে যাবো।

    ২০০৫ সালে 'আমি হচ্ছি সূর্যের' শিরোনামের চীনা ভাষার এলবামটি প্রকাশের পর, হংকংয়ের শিল্পী ছেন হুইলিন ২০০৬ সালের গ্রীষ্মকালে নতুন ক্যাটেনিস এলবাম 'হ্যাপি গার্ল' প্রকাশ করেছেন। তার আগের এলবামের মতোই এই এলবামের মধ্যেও দ্রুত লয়ের নৃত্যের স্টাইলের গান ও রয়েছে। এলবামের শিরোনামের গান হচ্ছে ঠিক আগের মতোই সুন্দর একটি গান। আচ্ছা, শ্রোতাবন্ধুরা, তাহলে শুনুন এই গানটি।


1 2