খবরে প্রকাশ, ৩শোরও বেশি অংশগ্রহণকারী শিল্প-প্রতিষ্ঠানের মধ্যে হংকং, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের সংখ্যা প্রথম পাঁচ স্থানে রয়েছে।
মার্কিন ওয়াশিংটন রাজ্যে চীনের বাণিজ্যিক প্রতিনিধি কার্যকলের সাংগঠনে ৮টি মার্কিন শিল্প-প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেয়। কার্যকলের দায়িত্ববান ব্যক্তি ছেং ইয়ানতং বলেছেন, এবারের মেলায় অংশগ্রহণকারী শিল্প-প্রতিষ্ঠানের বেশির ভাগ হল মধ্য ও ছোট পর্যায়ের শিল্প-প্রতিষ্ঠান। এসব শিল্প-প্রতিষ্ঠান জীব-বিদ্যা ও সফ্টওয়ারসহ অনেক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। আগামী মেলায় ওয়াশিংটন রাজ্য আরো বেশি শিল্প-প্রতিষ্ঠান নিয়ে অংশ নেয়ার সম্ভাবনা আছে এবং আরো অগ্রণী ক্ষেত্রের শিল্প-প্রতিষ্ঠান অংশ নেবে। তিনি বলেছেন, 'এবারের মেলায় অনেক মার্কিন শিল্প-প্রতিষ্ঠান অংশ নেয়। ওয়াশিংটন রাজ্যের বৃহত শিল্প-প্রতিষ্ঠান এবারের মেলার সফল্য দেখবে। যদি এবারের মেলার সাফল্য অর্জিত হয়, তাহলে তারা আগামী মেলায় অংশ নেবে।'
বিদেশী ব্যবসায়ীরা সক্রিয়ভাবে এবারের মেলায় অংশ নেয়ার পাশাপাশি চীনের কেনা ব্যবসায়ীদের আমদানী অঞ্চলের আগ্রহী আছে। হোনানের একজন কেনা ব্যবসায়ী ইয়াং রুইচুন বলেছেন, তাঁর বৈদেশিক বাণিজ্যিক কোম্পানি আগের আমদানির প্রণালী বেশি অবাধে না। সবসময় তাঁরা শুধু ওয়েবসাইটে সহযোগিতা পরিকল্পনা ও পণ্যদ্রব্য খোঁজতে পারেন। তাঁরা সরাসরি পণ্যদ্রব্য জানতে পারেন না। কিন্তু এবারের মেলায় আমদানি অঞ্চল তাঁদের জন্য বিদেশী শিল্প-প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ সৃষ্টি করে। সেজন্য তাঁরা আমদানি ব্যবসার হার বাড়ানো বিবেচনা শুরু করছে। তিনি বলেছেন, 'আমদানি অঞ্চলের প্রবর্তিত রওয়া খুবই ভাল। আগে আমরা ওয়েবসাইটে সহযোগিতার সুযোগ খুঁজি, সরাসরি যোগাযোগের সুযোগ খুবই কম। কিন্তু এখন আমরা সরাসরি পণ্যদ্রব্য দেখতে পারি। আমি আশা করি, পরে আমদানির অঞ্চল বাড়বে, এ ফলে আমরা বিদেশে গিয়ে আমদানি করতে পারব না।'
1 2 3 4
|