সার্কের চতুর্দশ শীর্ষ সম্মেলন ২০০৭ সালের ৩ থেকে ৪ এপ্রিল ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়। সম্মেলনে দারিদ্র হ্রাস, জ্বালানী সহযোগিতা, পরিবেশ সংরক্ষণ, মুক্ত বাণিজ্য, সাংস্কৃতিক যোগাযোগ এবং সন্ত্রাসদমনসহ বিভিন্ন বিষয় সম্পর্কিত ঘোষণা গৃহীত হয়। 'সার্কের চতুর্দশ শীর্ষ সম্মেলন ঘোষণা'-য় অংশগ্রহণকারী বিভিন্ন দেশের শীর্ষ নেতারা সমৃদ্ধ অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা, অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক সমৃদ্ধি ত্বরান্বিত এবং দক্ষিণ এশীয় জনগণের কল্যাণ সৃষ্টি করার কথা বলেন। বিশেষ করে আঞ্চলিক যোগাযোগের উপর তারা জোর দিয়ে দেন। তারা অর্থনৈতিক এবং বেসরকারী যোগাযোগ বাড়ানোর ব্যাপারে একমত হয়েছেন। সার্কের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সমাপনী অনুষ্ঠানে দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয় ও দক্ষিণ এশিয়া অঞ্চলের খাদ্যশস্য সঞ্চয় প্রতিষ্ঠা সংক্রান্ত দুটো সরকারি চুক্তি স্বাক্ষর করেছেন।
সার্কের পঞ্চদশ শীর্ষ সম্মেলন ২০০৮ সালে মালদ্বীপের রাজধানী মালেয় অনুষ্ঠিত হবে। 1 2
|