(সংগীত-৩)

এ গানের কথা হলঃ ছায়ার সঙ্গে কথা বলি, বাড়িতে যাবে কিনা? জানি না, ভালোবাসা সত্যিই সত্যি কিনা। একা জীবন-যাপন করা তেমন একটা খারাপ নয়। কিছুটা দূরত্ব বজায় রাখা এবং প্রতি দিন অনর্গল কথা না বলার চেয়ে ভালো। এর পর আমি তোমাকে ছাড়াই অভ্যস্ত হবো। অভাম্ত হবে একাকী স্বপ্নের ভেতর।
শিল্পী আ তুও-এর গান গাওয়ার স্টাইল সঙ্গীত ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। কি বন্ধুরা শুনবেন নাকি? তাহলে আসুন এখন আমরা এক সঙ্গে তার দুটো নতুন গান শুনি।
(সংগীত-৪)

এখন আপনারা যে গান শুনছেন, নার নাম 'মিঃ হানি'। গানটিতে আধুনিক নারীদের কোমলতার পাশাপাশি তাদের বুদ্ধিদীপ্ত জীবনের কথা বলা হয়েছে। ঠিক যেন গানের কথার মতই; মিঃ হানি, তোমার ফোন সব সময় ক্রিং ক্রিং করে বাজে। তুমি ফোনটি বন্ধ করো না কেন। কার সাথে এখন তুমি? তুমি খুব তরুণ নয়, তাই প্রণয়ঘটিত বিষয়টি তোমাকে মানায় না। তোমার মিথ্যা কথা আমি বুঝতে পারি। তোমার ভালোবাসার শুন্য সুটকেস নিয়ে আমার হৃদয় থেকে চলে যাও।

'মিঃ হানি'র গানের ধারায় ইলেকট্রোনিকসের ব্যবহার ও স্টাইলের ভিন্নতা কানকে সজাগ করে তোলে। আ তুও-এর অন্য একটি নতুন গান 'অতো বেশী ভালোবাসা' হচ্ছে একটি উষ্ণ ও নিবিড় প্রেমের গান। গানের নাম শুনেই বোঝা যায় যে, এটা অবশ্যই একটি প্রেমের গান। কিন্তু আসলে গানটিতে আ তুও তার সঙ্গে সংগীত ইন্সটিটিউটের বন্ধুদের গল্পের কথা বর্ণনা করেছেন নিখুঁতভাবে। সে সময় তারা সবাই ছিলেন খুব তরুণ ও উদ্যমী। কিন্তু বড় হবার সঙ্গে সঙ্গে, জীবন, ব্রত ও ভালোবাসা সব তাদের জীবনে পরিবর্তনের ছাপ দিয়েছে। কেউ বিয়ে করেছেন। কেউ বা বাচ্চার মা হয়েছে। কেউ খুশি আবার। কেউ খুব দুঃখী। এমনকি কেউ কেউ মারা গেছেন। প্রত্যেকেই বিশ্বের বিভিন্ন স্থানে নিজেদের জীবনের মধ্যে ডুবে গেছে। আচ্ছা, শ্রোতাবন্ধুরা, তাহলে এই গানটি শুনুন।
(সংগীত-৫)

প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে কয়েকটি নতুন ও সাম্প্রতিক জনপ্রিয় গান শোনালাম এবং এর ব্যাখ্যা করলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানে শেষ হল, শোনার জন্য ধন্যবাদ, আগামী সপ্তাহে আবার কথা হবে। বন্ধুরা, এ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আমার সহকর্মী খোং চিয়া চিয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ। 1 2
|