v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-08 17:22:40    
নতুন ও পুরো গান

cri

 

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি আ.বা.ম. ছালাউদ্দিন, সুদুর পেইচিং থেকে আপনাদের জানাচ্ছি একরাশ আন্তরিক শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের চীনের মূল-ভূভাগের কয়েকজন শ্রেষ্ঠ শিল্পী ও তাদের শিল্প-কর্ম সম্পর্কে কিছু কথা বলবো।

    হু কে ছিলেন একজন সকল অভিনেতা। তিনি ২০০৫ সালে সঙ্গীত জগতে প্রবেশ করেই রেকর্ড প্লেয়ার কোম্পানি ই এম আই-এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। এর এক বছরের মধ্যেই তিনি তার 'হু কেকে মূল্যায়ন শীর্ষক' এলবাম প্রকাশ করেছেন। এলবামে ৩টি প্রেমের গান রয়েছে। গানগুলো হু কে-এর কন্ঠে মর্মস্পর্শী সুরের আমেজে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে স্বপ্নের মত করে।

(সংগীত-১)

    বন্ধুরা, এখন আপনারা যে গান শুনছেন, তার নাম 'তাকে বলো আমি তাকে ভালোবাসি'। গানের কথাগুলো এমনঃ তাকে বলো আমি তাকে ভালোবাসি। এ কথা বলতে আমার দালন বাধে। আমি চিরদিন তাকে চোখেচোখে রাখতে চাই। সে যে শুধু আমার কথা বলতে খুব দেরি হয়ে গেছে। আমি শুধু তাকেই সবচেয়ে বেশী উপলব্ধি করি সারাটা ক্ষণ ধরে।

    গত বছরের শেষ নাগাদ, শিল্পী হে চিয়োং তার তৃতীয় এলবাম 'ব্যক্তিত্ব' প্রকাশ করেছেন। এলবামের মূল গানের নাম 'ভালোবাসা ও স্বাধীনতা'। ভালোবাসা ও স্বাধীনতা হচ্ছে দুটো ভিন্ন ধরনের অনুভূতি। এ গানে সহজভাবেই প্রেমিক-প্রেমিকাদের মন দেয়া নেয়ার সময়ের হৃদয়ানুভূতির বর্ণনা করা হয়েছে। গানের কথা হলঃ তুমি বলেছিলো আমাদের দু'জনের এক সঙ্গে জীবন-যাপন করা ঠিক নয়। ভোরের আগে পৃথিবীটা শান্ত শীতন আর আমার ভেতরটা খুব উষ্ণ। সুর্যের আলোতে কিন্তু অবসন্ন তা কেটে যাওয়ার কথা। বরং তুমি চলে যাওয়ার পর সব আলোই এখন আমার কাছে বিষপ্রতার প্রতিক। আমি নিজেকেই নিজে বলি, যদিও আমাদের প্রেম শেষ হয়েছে। তবুও আমি খুব খুশি। আমি তোমার ফিরিয়ে দেয়া স্বাধীনতাকে ভোগ করতে পারবো। আচ্ছা বন্ধুরা, এখন এই গানটি শুনুন।

 

(সংগীত-২)

    এতক্ষণ আপনারা শিল্পী হে চিয়োং-এর গান 'ভালোবাসা ও স্বাধীনতা' শুনলেন। এখন আমি তার আরেকটি গান শোনাবো। গানটির নাম 'ছায়ার সঙ্গে সংলাপ'। তাইওয়ানের বিখ্যাত সংগীতজ্ঞ হুয়াং ইয়ুনলিং এই গানে সুর দিয়েছেন। হে চিয়োং-এর চিত্তাকর্ষকও সম্মোহনী কন্ঠের পাশাপাশি গিটারের ব্যান্জনা অন্য এক ধরনের অনুভুতির সৃষ্টি করে হৃদয় গভীরে।


1 2