যারা সর্বপ্রথম এই পরিসেবা গ্রহণ করেন বুড়িমা সিয়া তাদের মধ্যে একজন । বুড়িমা সিয়া বলেছেন , সরকারের পাঠানো পরিচারিকা শুধু আমাদের দেখাশোনা করেন তা নয় তারা আমাদের সঙ্গে গল্পগুজবও করেন । এইভাবে আমাদের নিঃসঙ্গ থাকার যন্ত্রণা দূর হয়ে যায়। বুড়িমা সিয়া আনন্দের সঙ্গে বলেছেন, আমি খুব খুশি । আমি মনে করি , আমার কাছে তাকে আল্লা পাঠিয়েছেন। সরকারের এই ব্যবস্থা অত্যন্ত ভাল । এতে আমি মুগ্ধ হলাম ।
ছেন হুই বলেছেন , আমার ও বুড়িমা সিয়ার সম্পর্ক খুব ভাল । আমি তাদের সঙ্গে আমার বাবা মার মতোই ব্যবহার করি ।
ছেন হুই আরও জানিয়েছেন, স্থানীয় সরকারের নিয়ম অনুযায়ী পরিচারিকারা প্রত্যেক দিন প্রতিটি গ্রাহকের জন্য এক ঘন্টা পরিসেবা দেন । তাদের কাজ হল রান্না করা, কাপড় ধোয়া এবং ঘর সাফ করা । কিন্তু কোনো কোনো সময় বুড়োবুড়িদের জন্য তাদের বেশী সময় সেবা দিতে হয় । কারণ এক ঘন্টার সময় যথেষ্ট নয় ।বুড়োদের জন্য ওষুধ কিনতে হয় । তাদের হাসপাতালে চিকিত্সার জন্য দিয়ে যেতে হয় এবং কোনো কোনো সময় তাদের গোসল করতেও সাহায্য করতে হয় ।
বুড়িমা সিয়া বলেছেন, পরিচারিকাদের সযত্নে তার মতো বুড়ো মানুষের দৈনন্দিন জীবনের মান অনেক উন্নত হয়েছে । এখন ছেন হুইকে তিনি খুব পছন্দ করছেন । কোনো না কোনো একদিন ছেন হুই না আসলে বা একটু দেরীতে আসলে তিনি অস্থির হতে উঠেন। তিনি নিজের মেয়ের জন্যঅপেক্ষা করার মতোইছেন হুইর জন্য অপেক্ষায় থাকেন ।
বুড়িমা সিয়ার মতো এ ধরণের পরিসেবাপ্রাপ্ত বুড়ো থান হোংচৌ পরিচারিকার পরিসেবায় অত্যন্ত সন্তুষ্ট । তিনি বলেছেন , এ ধরণের ভাল নীতি দীর্ঘকাল ধরে চলতে থাকবে বলে সব বুড়ো মানুষরা আশা করেন । বুড়োমানুষরা প্রায়শই অসুবিধার সম্মুখীন হন । তাদের সব সময় অন্যদের পরিসেবা দরকার । দরকার হলে একটি টেলিফোন করলেই পরিচারিকা শিগ্গিরই পৌঁছতে পারেন । নিজের আপন সন্তানদের পক্ষেও এটা হয়ত সম্ভব হতোনা ।
বুড়ো থান সঙ্গেসঙ্গে " আকাশ থেকে ভাল মেয়ে এসেছেন" শিরোনামে নিজের রচিত একটি গানও গাইতে শুরু করেন । বুড়ো মানুষদের জন্য সরকার যে পরিচারিকা পাঠিয়েছে গানটিতে তার প্রশংসা করা হয়েছে । গাণের কয়েকটি কথা এমনি , বিভিন্ন স্তরের শ্রদ্ধেয় নেতৃবৃন্দরা, আপনারা জনগণের ভাল সেবা করেছেন । বৃদ্ধবৃদ্ধা , রোগী ও বিকলাঙ্গদের জন্য আপনারা অত্যন্ত উষ্ণ ও যত্ন দিয়েছেন । আপনাদের পাঠানো পরিচারিকারা এসে ঘর সাফ করেন, রান্না করেন, আমাদের সঙ্গে গল্পগুজব করেন । তারা আপনাদের উষ্ণ, শ্রদ্ধা ও ভালবাসা আমাদের কাছে পৌঁছ দিয়েছেন । তাদের সেবা কি চমত্কার ।
1 2
|