v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-20 19:25:24    
আকাশ থেকে ভাল মেয়ে এসেছেন

cri

    চীন এক বার্ধক্যসমাজে প্রবেশ করছে । এর পাশাপাশি বুড়োবুড়িদের জীবনের নিশ্চয়তাবিধান করা গোটা চীনা সমাজের একটি মনোযোগী বিষয়ে পরিণত হয়েছে । বুড়োবুড়িদের দেখাশোনা করার জন্য মধ্য চীনের উহান শহরের গণ সরকার কিছু ব্যবস্থা নিয়েছে । যাতে বুড়োবুড়িরা সুখে-শান্তিতে তাদের বার্ধক্যের দিনগুলো কাটাতে পারেন ।

    উহান শহরের ৮৬ বছর বয়সী বুড়িমা সিয়া লিয়েনইংয়ের কোনসন্তান এমনকি কোনো আত্মিয়স্বজনওনেই । তিনি এককভাবে এক কক্ষের একটি বাড়িতে থাকেন । মধ্য বয়সী একটি মহিলা রান্না ঘরে রান্না-বান্নাকরেন। মাঝেমধ্যে তিনি বৈঠকখানায় বসা বুড়িমা সিয়ার সঙ্গে কথাবার্তাও বলেন । বন্ধুরা, হয়ত আপনারা মনে করবেন, তারা দুজন শ্বাশুড়ি ও বৌমা অথবা মা ও মেয়ে । আসলে তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই । যিনি বুড়িমা সিয়ার জন্য রান্না করছেন তিনি হলেন বুড়িমা সিয়ার জন্য স্থানীয় সরকারের ভাড়া করা পরিচারিকা ছেন হুই ।

    বুড়িমা সিয়ার ২০ বর্গমিটার ঘরে একটি বড় খাট, এক সেট সোফা, একটি ছোটো আলমারি এবং একটি খাবারের টেবিল আছে । সাদাসিধা হলেও ঘরটা খুব পরিস্কার করে সাজানো রয়েছে । বুড়িমা সিয়া বলেছেন, আমার ঘর এত পরিস্কার , এটা আমার পরিচারিকা ছেন হুইর অবদান । এখন আমি বুড়ি হয়েছি, আগের মতো আর ঘর পরিস্কার করতে পারি না । সে আমাকে সাহায্য করে এবং আমার সঙ্গে গল্পগুজব করে এমন একজন লোক থাকলে খুবই ভাল ।

    ১৩০ কোটি লোকসংখ্যা সম্পন্ন চীন এখন বিশ্বে এমন একটি দেশ যে দেশ সবচেয়ে দ্রুতগতিতে বার্ধক্যজনিত মানুসের সংখ্যা বেড়ে যাচ্ছে । এখন চীনে ৬০ বছরের উপরের লোকসংখ্যা ১৪ কোটি ৪০ লাখে দাঁড়িয়েছে । এটা এশিয়ার বার্ধক্যজনিত লোকসংখ্যার প্রায়অর্ধেক । ২০২০ সালে এই সংখ্যা আরও ১০ কোটি বাড়বে । এই অবস্থার পরিপ্রেক্ষিতে চীন সরকার সামাজিক বীমায় অর্থবিনিযোগ বাড়িয়েছে এবং ধাপেধাপে বয়স্কসমাজের নিশ্চয়তাবিধান ব্যবস্থা প্রতিষ্ঠা করছে । যাতে বয়স্কমানুষরা আরও ভালভাবে জীবনযাপন করতে পারেন । বিভিন্ন স্থানের গণ সরকারও অনেক বাস্তব ব্যবস্থা নিয়েছে ।

    গত বছরের জুন মাসে উহান শহরের গণ সরকার প্রত্যেক বছর ৬০ লাখ রেনমিনপি বরাদ্দ করে কর্মচ্যুত নারী শ্রমিকদের পরিচারিকা হিসেবে গ্রহণ করার ব্যবস্থা নিয়েছে । আর্থিক দিক থেকে যে বুড়োবুড়ির অসুবিধা হয় এবং যে বুড়োবুড়ির বয়স বেশি এবং একা বসবাস করেন সেই ২০০০ বুড়োবুড়িরা প্রত্যেক দিন পরিচারিকার এক ঘন্টার পরিসেবা পান ।


1 2