চিয়া ছিংলিন ঘানা সংসদের স্পীকার এবেন্নেজার বেগিনা সের্গি হিউসের আমন্ত্রণে ঘানা সফর করছেন। সফরকালে তিনি ঘানার প্রেসিডেন্ট এবং সংসদের স্পীকারের সঙ্গে বৈঠক করবেন। তাঁরা চীন ও ঘানার সম্পর্ক ও অভিন্ন স্বার্থের সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করবেন এবং ঘানার বিভিন্ন মহলের ব্যক্তিদের সঙ্গে ব্যাপকভাবে যোগাযোগ করবেন। লিখিত ভাষণে তিনি আরো বলেছেন, চীন ঘানার সঙ্গে মিলিতভাবে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নতুন ভবিষ্যত্ উন্নয়ন করতে ইচ্ছুক। তিনি আশা করেন, এবারের সফর ঘানা সরকার এবং সংসদের সঙ্গে চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বিনিময় ও সহযোগিতা জোরদার করতে পারবে।
ঘানা হচ্ছে সাহারার দক্ষিণ দিকে আফ্রিকার সবচেয়ে আগে স্বাধীন হওয়া এবং সবচেয়ে আগে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী একটি দেশ। 1 2
|