
চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিংলিন স্থানীয় সময় ১৮ এপ্রিল আক্রায় পৌঁছে তাঁর ঘানা সফর শুরু করেছেন। বিমান বন্দরে তিনি লিখিত ভাষণে বলেছেন, তিনি বিশ্বাস করেন, তাঁর এবারের সফর অবশ্যই চীন ও ঘানার ঐতিহ্যিক মৈত্রী সুসংবদ্ধ করবে, পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা গভীরতর করবে এবং চীন ও আফ্রিকান সহযোগিতামূলক ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের ফলাফল বাস্তবায়ন করবে।
1 2
|