চীনে চন্দ্র নববর্ষ- বসন্ত উত্সব সবচেয়ে বিপুল সমারোহে পালিত হয় । এই ঐতিহ্যিক উত্সব উদযাপন উপলক্ষে নানা রকম কর্মসূচী অবলম্বন করা হয় । আজ এই অনুষ্ঠানে চীনের একটি সংখ্যালঘু জাতি-থু জাতির গ্রামে গ্রামবাসীদের উত্সব উদযাপন সম্পর্কে আপনাদের কিছু বলছি আমি…
উ শি গ্রাম থু জাতির বসবাসকারী একটি গ্রাম । উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের হু জু থু জাতি স্বায়ত্তশাসিত জেলায় অবস্থিত এই গ্রামে থু , হান ও তিব্বতী এই তিনটি জাতির ১ শো ষাটটিরও বেশি কৃষি পরিবারের বাস । গত কয়েক বছর ধরে স্থানীয় সরকারের পরিচালনা ও সমর্থনে এই গ্রামে ব্যাপকভাবে শরিষার তেলের বীজ , আলু ও চওড়া বীনসহ সব্জি ও ফসলের চাষ করা হয় এবং তা দেশ-বিদেশে বিক্রি করা হয় । গ্রামবাসীরা এখন অধিক থেকে অধিকতর স্বচ্ছল হয়ে উঠছেন । বসন্ত উত্সব উপলক্ষে গ্রামে বৈচিত্র্যময় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়েজন করা হয় ।
বসন্ত উত্সব থু জাতির একটি সবচেয়ে প্রাণঢালা ও আড়ম্বরপূর্ণ উত্সব । তারা বসন্ত উত্সবকে নববর্ষ বলে মনে করেন । হান জাতির মতো বসন্ত উত্সবেও থু জাতির লোকরা যেমন গান তেমনি নৃত্য পরিবেশন করেন । স্থানীয় রেওয়াজ অনুযায়ী , থু জাতির লোকদের প্রতি দিন গান গাওয়া প্রয়োজন । বিয়ের অনুষ্ঠান বা বসন্ত উত্সবে সবাই প্রফুল্লচিত্তে নাচ গান করেন ।
উ শি গ্রামের একটি মাঠে কয়েকজন বৃদ্ধ এক সাথে বসলেন । তাদের মধ্যে কেউ কেউ বাদ্যযন্ত্র বাজালেন , কেউ বা ঢোল পেটালেন । তারা উত্ফুল্লচিত্তে ছিংহাই প্রদেশের লোক সংগীত পরিবেশন করলেন । মাঠের ভেতর থু জাতির পোষাক পরা দশ বারো জন নারী একদিকে হাসলেন , অন্যদিকে নাচলেন । বাচ্চারা আহলাদের সঙ্গে ছুটাছুটি করছে । হৈচৈ করছে । প্রকৃতি যেন উত্সবের আনন্দে ভরপুর ।
বৃদ্ধা উ ইয়্যু ছিং-এর বয়স ৬২ । তিনিও উত্ফুল্লচিত্তে নাচছেন । তিনি বলেন ,
তারা প্রতি দিন নাচ গান পরিবেশন করেন । গ্রামবাসীদের স্বচ্ছলতা ফিরে এসেছে । নাচ গান করায় সবাই যেমন খুশি হবে , তেমনি শরীর চর্চাও করা হবে ।
যারা নৃত্য চর্চা করেন , তাদের মধ্যে যেমন অল্পবয়সী , তেমনি বয়স্করাও রয়েছেন । তারা সূচীকর্মে ফুল খচিত বেগুণী গেঞ্জি পরেন , কোমর রঙবেরঙের রেশমী ফিতা বাঁধা । পায়ে সূচীকর্মে সাজানো বুট জুতা , হাতে লাল পাখা আন্দোলিত । তারা সংগীতের তালে তালে নৃত্য পরিবেশন করছে । প্রত্যেকের মুখেই আনন্দপূর্ণ হাসি ফুটে উঠছে । এই সব নারী এই গ্রামের শিল্পী দলের সদস্য । চীনা নববর্ষের আগের দিন তারা গ্রামবাসীদের পক্ষ থেকে থানার একটি প্রীতি-সম্মিলনীতে যোগদান করেছেন । বসন্ত উত্সবের দ্বিতীয় দিন থেকে দু' সপ্তাহে তারা আশেপাশের গ্রামে গ্রামে ভ্রাম্যমাণ সংগীত ও নৃত্য পরিবেশন করেছেন ।
1 2
|