গানের কথা এমনঃ মার্চ মাসের পর পরই ছিংমিং উত্সব। মেয়েরা একসাথে বসন্তকালের ফুল , পাখি ও গাছপালা দেখতে বাইরে বেড়িয়ে যায়। সঙ্গে নিয়ে যায় ঘুড়ি এবং তা উড়ায়। বাতাসের তালে তালে ঘুড়ি আকাশে উঠে যায়। বেলা শেষে বড় বোন ঘুড়ির সুতা গুছিয়ে নেয় এবং ছোট বোন ঘুড়িকে যত্নের সঙ্গে ভাজ করে নিয়ে একসাথে বাসায় ফিরে যায়।"
বসন্তকালের বাতাস মাটিতে দোল দিয়ে যায়। ঘুমিয়ে থাকা প্রকৃতি যেন সহসাই জেগে উঠে। বসন্তকালে ধান খেতে মেয়েরা দল বেধে ধানের চাড়া রোপণ করে। ছেলেরা মাঠে অন্য সব কাজ করে যায়। নতুন বছরের নতুন ফসলের জন্য সবাই ব্যস্ততার মধ্যে দিনগুলো আতিবাহিত করে মনের অজান্তেই।
চীনের দক্ষিণ-পশ্চিমাংশের কুয়াংশি প্রদেশের একটি লোকসংগীত "বারো মাসী সুর"। গানে বসন্তকালে ধানের চাড়া রোপণের দৃশ্যের বর্ণনা করা হয়েছে। গানের কথাগুলো এমনঃ "বসন্তকালের শুরু মানেই নতুন বছরের যাত্রা শুরু । বাংলাদেশের সেই গানের মতই 'আল্লাহ মেঘ দে পানি দে ছায়া' দেরে তুই আল্লাহ। চীনেও ঠিক তেমনি যেন বৃষ্টির পানি ধান রোপণের জন্য অনুকূল । ভাই ও বোন সবাই মিলে একসাথে তারাও গান গেয়ে গেয়ে ধানের চাড়া রোপণের কাজ করে যায় নিশ্চিন্তেই।" 1 2
|