v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-04-17 18:54:48    
বসন্তকালের গান

cri

 

    সকল বন্ধুদের জানাচ্ছি বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ।

 নববর্ষের আগমন মানেই চীনের বসন্তকালের শুরু । জানেন , প্রতি বছরের এপ্রিল মাস হচ্ছে পেইচিংয়ের বসন্তকাল। শীতকালের শৈত্য প্রবাহ চলে গেছে। বসন্তকালে সবুজ রংয়ের ঝিলিক যেন প্রাণবন্ত হয়ে উঠে । দুটি পাতা একটি কুঁড়ির মত গাছের পাতাগুলো খুব ছোট হলেও যেন নতুন প্রাণের স্পন্দন নিয়ে দুলছে। রাস্তার দু'পাশে ও বিভিন্ন পার্কে হরেক রকমের রঙিন ফুল ফুটেছে। খুবই সুন্দর। এ সময় অনেক বিদেশী ও চীনা পর্যটকরা কাধে ক্যামেরা নিয়ে পার্কে গিয়ে মনের মত করে ছবি তোলেন। এ সুন্দরতম দৃশ্যের কথা ভেবেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আজ আপনাদের বসন্তকালের কয়েকটি গান শোনাবো। যাতে সংগীতের মাধ্যমে আপনারাও চীনের বসন্তকালের দৃশ্য অনুভব করতে পারেন।

 চীনের চিয়াংশি প্রদেশের একটি লোক সংগীতের নাম "পাখির সুর"। গানের কথাগুলো এমনঃ "বসন্তকালে পাখির সুর যেন মিষ্টি গানের মতোই। গানের সুরে সুরে প্রজাপতিরা বাগানে উড়ে বেড়ায়। আর মৌমাছিরা মধু সংগ্রহের কাজে এ ফুল থেকে ও ফুল ছুটে যায়।" বন্ধুরা, গানের কথা শুনে আপনাদের চোখের পাতায় কি বসন্তকালের বৈশিষ্ট্যময় কোন দৃশ্য ফুটে উঠেছে?

 চা খাওয়া হচ্ছে চীনের সংস্কৃতির একটি বৈশিষ্টময় দিক। কয়েক হাজার বছরের চা সংস্কৃতির রয়েছে সুদীর্ঘ ইতিহাস। বসন্তকাল হচ্ছে নতুন চা পাতা সংগ্রহের সবচে' ভালো সময়। সবুজ চা বাগানের আকাশে যেন মেঘ খেলা করে । সুন্দরী মেয়েরা একটি ঝুড়ি পিঠে ঝুলিয়ে চা পাতা তোলার পাশাপাশি গান গেয়ে যায় আপন মনেই ।

 এখন আপনারা শুনছেন দক্ষিণ চীনের চেনচিয়াং প্রদেশের লোক সংগীত "চা তোলার নৃত্য গীত" । এখানে মজার মজার উপমার মাধ্যমে যুবকদের খেলার দৃশ্যগুলো বর্ণনা করা হয়েছে। গানের কথা এমনঃ "ছোট্ট একটি নদী আয়নার মতই পরিষ্কার তার পানি। নদীর দু'পারে অপুর্ব সুন্দর দৃশ্যের সমাহার। একদিকে কৃষকরা আনন্দচিত্তে ধানের চাড়া রোপণ করছে , অন্যদিকে চা পাতা তোলার কাজ করছে শ্রমিকরা। কারও মনেই যেন ক্লান্তির ছাপ নেই। " কায়িক শ্রম আর প্রচুর ফসলের আকাঙ্খার আনন্দ গানের কথায় উঠে এসেছে নিখুঁতভাবে।

 ঘুড়ি উড়ানো হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের একটি জনপ্রিয় বিনোদনমূলক খেলা। চীনাদের ঘুড়ি আবিষ্কার করার ইতিহাস কিন্তু দু'হাজার বছরেরও বেশি সময়ের। বসন্তকালের উজ্জ্বল দিনে চীনের অনেকেই পরিবার-পরিজনসহ সুন্দর সুন্দর ঘুড়ি নিয়ে পার্কে বেড়াতে যান। কত রকমের যে ঘুড়ি থাকে! পশু, পাখি, ড্রাগণ ও ফুলসহ মনের মত ঘুড়ি যত উচুঁতে উড়ানো যায়, ততই যেন খুশি লাগে। উত্তর চীনের হোপেই প্রদেশের একটি লোক সংগীত "ঘুড়ি উড়ানো" । এ গানে মার্চ মাসে অসংখ্য ফুলের সমাহারে রঙের মধ্য দিয়ে সন্তকালের দৃশ্যের কথা বর্ণনা করা হয়েছে। মেয়েরা বাইরে গিয়ে ফুল, পাখি ও সবুজ গাছপালা দেখে এবং ঘুড়ি উড়ায়। তারা কত যে মজা করে, তা ভাষায় প্রকাশ করা যায় না।


1 2