২৬ মার্চ চীনের প্রেসিডেন্ট হু চিনথাওয়ের রাশিয়া সফরের পাশাপাশি রাশিয়ায় 'চীন বর্ষ' শুরু হয়। 'চীন বর্ষ' শুরুর দ্বিতীয় দিনে চীন ও রাশিয়ার শিল্প-প্রতিষ্ঠানগুলো ৪.৩ লাখ মার্কিন ডলারের ২১টি আর্থ-বাণিজ্যিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এতে প্রতীয়মান হচ্ছে যে, দু'পক্ষের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এক দ্রুত উন্নয়নের পর্যায়ে উঠেছে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের কাছে চীন ও রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য পুর্ণাংগের চেষ্টা সম্বন্ধে কিছু বলবো।
গত বছর, চীন ও রাশিয়ার বাণিজ্যিক মূল্য ৩৩.৪লাখ মার্কিন ডলার ছিল। ২০০৫ সালের চেয়ে তা শতকরা ১৪.৭ ভাগ বেড়েছে। ২০০৭ সালের প্রথম দু'মাসে দ্বিপক্ষীয় বাণিজ্যিক মুনাফা আগের চেয়ে শতকরা ৪০ ভাগ বেড়েছে। চীন ও রাশিয়ার আর্থ-বাণিজ্যিক সহযোগিতা দ্রুত উন্নত হচ্ছে। কিন্তু দু'পক্ষের নেতৃবৃন্দ বাণিজ্য বিষয়ক সমস্যার ওপর সজাগ দৃষ্টি রাখছেন।
চীনের সামজিক বিজ্ঞান একাডেমির একজন বিশেষজ্ঞ চাং চংহুয়া মনে করেন, চীন-রাশিয়ার বাণিজ্য কম, বিশেষ করেন ইলেকট্রোনিক পণ্যদ্রব্য হার কম। এটি হল বর্তমানে চীন-রাশিয়া বাণিজ্যের ক্ষেত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা। তিনি বলেছেন, 'রাশিয়ার ইলেকট্রোনিক পণ্যদ্রব্যের হার ক্রমান্বয়ে কমছে। বর্তমানে চীন-রাশিয়া আর্থ-বাণিজ্যিক সহযোগিতার সমস্যা নিরসনের জন্য চীন দু'দেশের বাণিজ্যের বিষয় পুর্ণাংগ এবং দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার পর্যায় উন্নয়ন করতে ইচ্ছুক।'
পরিসংখ্যান থেকে জানা গেছে, গত বছর ইলেকট্রোনিক পণ্যদ্রব্য চীনের মোট আমদানিকত পণ্যদ্রব্যের শতকরা ৫০ ভাগেরও বেশি ছিল। কিন্তু এর মধ্যে রাশিয়ার রফতানিকত ইলেকট্রোনিক যন্ত্র পণ্যদ্রব্যের শতকরা ভাগ খুব কম। চীনের উপ বাণিজ্যমন্ত্রী ইউ কুয়াংচৌ বলেন, ২০০৬ সালে চীন-রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্যে ইলেকট্রোনিক যন্ত্র পণ্যদ্রব্যের পরিমান ছিল শতকরা ২০ ভাগেরও কম। বিশেষ করে চীন রাশিয়া থেকে আমদানিকৃত ইলেকট্রোনিক যন্ত্র পণ্যদ্রব্যের পরিমাণ কম। এতে
প্রতীয়মান হচ্ছে যে, দু'পক্ষের ইলেকট্রোনিক বাণিজ্যিক ক্ষেত্র সুপ্ত শক্তিতে ভরপুর। তিনি বলেছেন, বাণিজ্য কাঠামো পুর্ণাংগ, বিশেষ করে চীনের রাশিয়া থেকে ইলেকট্রোনিক পণ্যদ্রব্য আমদানির পরিমান বাড়ানো হল দু'দেশের নেতৃবৃন্দের ইচ্ছা। চীন এর জন্য যেকোনো প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করবে। তিনি বলেছেন, 'চীন-রাশিয়া দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্রুত বাড়ছে। পাশাপাশি আমরা নতুন সমস্যা দেখছি। সেজন্য আমরা বাণিজ্যিক কাঠামো সমন্বয় ও ইলেকট্রোনিক পণ্যদ্রব্যসহ বিভিন্ন ক্ষেত্রের বাণিজ্য উন্নয়নের চেষ্টা করছি। যাতে বাণিজ্যিক কাঠামো পুর্ণাংগ করা যায়।'
বাণিজ্যিক কাঠামো পুর্ণাংগের জন্য চীন ও রাশিয়া এক ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে। যেমন, মিলিতভাবে ব্যাপক ইলেকট্রোনিক পণ্যদ্রব্যের বাণিজ্য ত্বরান্বিত, সংশ্লিষ্ট বার্ষিকী তত্পরতার পরিকল্পনা প্রণয়ন ও বিভিন্ন প্রদর্শনী এবং মেলা আয়োজন করা। ২০০৭ সালের জানুয়ারী মাসে চীনের রাশিয়া থেকে আমদানি করা ইলেকট্রোনিক পণ্যদ্রব্য ও অগ্রণী প্রযুক্তির পণ্যদ্রব্যের সংখ্যা আগের চেয়ে বেশি হয়েছে।
মস্কোয় অনুষ্ঠানরত 'চীনের রাষ্ট্রীয় প্রদর্শনীতে' চীন সরকার চীন-রাশিয়া বাণিজ্যিক কাঠামো পুর্ণাংগ এবং দু'পক্ষের ইলেকট্রোনিক পণ্যদ্রব্য বাণিজ্য ত্বরান্বিত করার জন্য আয়োজন করে। রাশিয়ায় 'চীন বর্ষের' একটি গুরুত্বপূর্ন তত্পরতা হিসেবে চীনের রাষ্ট্রীয় প্রদর্শনী হল চীনের ইতিহাসে বিদেশে অনুষ্ঠিত বৃহত্তম প্রদর্শনী। প্রদর্শনীতে প্রায় একশো চীনা শিল্প-প্রতিষ্ঠান রাশিয়ায় পণ্যদ্রব্য এবং রাশিয়ার শিল্প-প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বহু ইলেকট্রোনিক যন্ত্র আমদানির চুক্তি স্বাক্ষর করেছে। এর মোট মূল্য ৫০কোটি মার্কিন ডলার।
1 2
|