কাজের কারণের সৃষ্ট রোগ হলো শ্রমিকরা কাজের সময় নানা ধরনের পাউডার , তেজস্ক্রীয় পদার্থ ও অন্যান্য বিষাক্ত পদার্থ সংশ্পর্শ থেকে সৃষ্ট রোগ । এই সব রোগ শ্রমিকদের স্বাস্থ্য গুরুতরভাবে ক্ষতি করে। কোনো কোনো শ্রমিক এই সব রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে । কাজের কারণে সৃষ্ট রোগ বিরাট অর্থনৈতিক ক্ষতিও সৃষ্টি করে । বর্তমানে চীনের কয়লা , ধাতু ঢালাই , নির্মান উপকরণসহ ৩০ ধরনের শিল্পপ্রতিষ্ঠানে এই ধরনের রোগ দেখা দিয়েছে , মোট ২০ কোটি শ্রমিকের এ সব রোগ আক্রান্তের সম্ভাবনা রয়েছে ।
এই আইনে বলা হয়েছে , শ্রমিকদের স্বাস্থ্যগত প্রশিক্ষণ পাওয়া ও কাজের কারণে সৃষ্ট রোগের ক্ষয়ক্ষতি সম্বন্ধে জানার অধিকার আছে। একটি রেল স্টেশনে উত্তরপূর্ব চীনের লিয়াও নিন প্রদেশ থেকে আসা গ্রামীন শ্রমিক সু পো এই আইন সম্পর্কিত তথ্য পেয়ে সাংবাদিকদের বলেছেন , সমাজ এগিয়ে যাচ্ছে । আমাদের কাজের কারণে সৃষ্ট রোগের প্রতিরোধ ও চিকিত্সা সম্পর্কে জানতে হবে । এটা আমাদের শরীরের পক্ষে ভালো । কারণ স্বাস্থ্য রক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় । এই আইনের কার্যকরী শিল্পপ্রতিষ্ঠানের জন্যও গুরুত্বপূর্ণ । শ্রমিকদের মধ্যে রোগীর সংখ্যা বেশি হলে শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক উত্পাদনের ক্ষতি হয় ।
সু পো ঠিকই বলেছেন , শ্রমিকদের স্বাস্থ্য সুনিশ্চিত করা শুধু একটি শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নের সঙ্গে সম্পর্কিত নয় , তা' দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার সঙ্গেও সম্পর্কিত । শ্রমিকদের বৈধ অধিকার ও স্বার্থের প্রতিনিধিত্বকারী হিসেবে চীনের ট্রেড ইউনিয়ন কাজের কারণে সৃষ্ট রোগ প্রতিরোধের দায়িত্বও বহন করছে । নিখিল চীন ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল কর্মকর্তা চান মিং ছি বলেছেন , বিভিন্ন স্তরের ট্রেড ইউনিয়নকে শ্রমিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা ব্যবস্থা তত্তাবধান করতে হবে এবং কাজের কারণে সৃষ্ট রোগ প্রতিরোধের ব্যবস্থাগুলোর কার্যকরীকরণ তরান্বিত করতে হবে । 1 2
|